
ক্রিকেট মানেই অনিশ্চয়তার খেলা। সাথে সাথে যেন টাকার ফুলঝুরি। নিজের প্রিয় ক্রিকেটার কে একনজর দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন এমন ক্রিকেটপ্রেমীর সংখ্যা যে কত তার কোন হিসাব নেই। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের অনুগামীর সংখ্যাও একেবারে কম নয়। ভারতীয় ক্রিকেটারদের সাথে সাথে বিশ্ব ক্রিকেটের সকল খেলোয়াড় খুবই মোটা অংকের বেতন নিয়ে থাকেন সে দেশের ক্রিকেট বোর্ড এর কাছ থেকে। তাছাড়াও তারা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও প্রচুর টাকা উপার্জন করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার যার যত বেশি আছে সে তত বেশি টাকা উপার্জন করে থাকে। দেখে নেই এই দৌড়ে কারা এগিয়ে আছে-
১. বিরাট কোহলি: প্রতিটি নারীর জাতীয় ক্রাশ বিরাট কোহলির খেলা সবাইকে মুগ্ধ করে। বিরাট কোহলি ইনস্টাগ্রামে এক একটি পোস্ট পিছু প্রায় ৫.৮ কোটি টাকা আয় করে থাকেন।
২. মহেন্দ্র সিং ধোনি: এই দৌড়ে দ্বিতীয় নম্বরে অবস্থান করছেন মহেন্দ্র সিং ধোনি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইনস্টাগ্রামে এক একটি পোস্ট পিছু ১,৪৪,৪৭,৭২৬ টাকা উপার্জন করে থাকেন।
৩. রোহিত শর্মা: এই দৌড়ে খুব একটা পিছিয়ে নেই দ্যা হিট ম্যান রোহিত শর্মা। তিনি ইনস্টাগ্রামে এক একটি পোষ্ট পিছু ৭৬,০১,৬৩৮ টাকা আয় করে থাকেন।
৪. হার্দিক পান্ডিয়া: অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তার খেলার মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন। তার ভক্তের সংখ্যা ও নেহাত কম নয়। তিনিও ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ৬৫,৯১,৬২২ টাকা রোজগার করে থাকেন।
৫. এবি ডি ভিলিয়ার্স- এই দৌড়ে একমাত্র বিদেশি প্লেয়ার হিসেবে অবস্থান করছেন মিস্টার ৩৬০⁰। তিনি তার দৃষ্টি নান্দনিক শর্ট এর মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মনে গভীর জায়গা করে নিয়েছেন। তিনিও ইনস্টাগ্রামে একটি পোস্ট করে প্রায় ৫৮ লক্ষ টাকা রোজগার করে থাকেন।
