Connect with us

Cric Gossip

Carlos Brathwaite: ভারত প্রেমের অনন্য নিদর্শন, কার্লোস ব্রাথওয়েট নিজের মেয়ের নাম রাখলেন ভারতের এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামের নামে!!

যুগ যুগ ধরে ভারতবর্ষের প্রেমে পড়েছেন একাধিক বিখ্যাত বিদেশি ব্যক্তিরা। তার নিদর্শন ইতিপূর্বে বিভিন্ন লেখনীর মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন সেই সব ব্যক্তিরা। ক্রিকেট বিশ্বে অধিকতর ক্রিকেটাররা ভারতের মাটিতে খেলতে পছন্দ করে থাকেন। তাছাড়া ভারতে এসে থাকতে এবং ভারতের সংস্কৃতির সাথে মিশতে ভালোবাসেন বিখ্যাত ক্রিকেটাররা। ইতিপূর্বে ক্রিস গেইল কিংবা এবি ডি ভিলিয়ার্সের মুখে বারবার ভারতবর্ষের প্রশংসা শুনেছে ক্রিকেট বিশ্ব। এবার সেই তালিকায় নাম লেখালেন ক্যারিবিয়ান ক্রিকেটার কার্লোস ব্রাথওয়েট।

Advertisement

যুগ যুগ ধরে ভারতবর্ষের প্রেমে পড়েছেন একাধিক বিখ্যাত বিদেশি ব্যক্তিরা। তার নিদর্শন ইতিপূর্বে বিভিন্ন লেখনীর মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন সেই সব ব্যক্তিরা। ক্রিকেট বিশ্বে অধিকতর ক্রিকেটাররা ভারতের মাটিতে খেলতে পছন্দ করে থাকেন। তাছাড়া ভারতে এসে থাকতে এবং ভারতের সংস্কৃতির সাথে মিশতে ভালোবাসেন বিখ্যাত ক্রিকেটাররা। ইতিপূর্বে ক্রিস গেইল কিংবা এবি ডি ভিলিয়ার্সের মুখে বারবার ভারতবর্ষের প্রশংসা শুনেছে ক্রিকেট বিশ্ব। এবার সেই তালিকায় নাম লেখালেন ক্যারিবিয়ান ক্রিকেটার কার্লোস ব্রাথওয়েট।

চলতি মাসের ৬ তারিখে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট কন্যা সন্তানের পিতা হয়েছেন। যার খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তার ভক্তদের। তবে এদিন তার কন্যার নামকরণে রীতিমত অবাক করেছেন ভারতবাসীকে। কার্লোস ব্রাথওয়েট তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার পরিবারের ছবি শেয়ার করে এটি প্রকাশ করেছেন। এই পোস্টের মাধ্যমে, তিনি ভক্তদের সাথে তার ছোট্ট কন্যাটির নামও শেয়ার করেছেন, যার সাথে আমাদের দেশ ভারতের একটি বিশেষ সংযোগ রয়েছে।

কার্লোস ব্রাথওয়েট তার ছোট্ট কন্যার নাম রেখেছেন ভারতের বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেন্সের নামের সাথে মিল রেখে। তিনি তার কন্যার নাম রেখেছেন ইন্ডিয়ান রোজ ব্রাথওয়েট। কার্লোস ব্র্যাথওয়েট তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘ইডেন রোজ ব্র্যাথওয়েটের নাম মনে রাখবেন, জন্ম তারিখ ২/৬/২২। আপনি এই সুন্দর ছোট্ট মেয়েটির জন্য অপেক্ষার যোগ্য ছিলেন। বাবা আপনাকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালবাসতে প্রতিশ্রুতি দিয়েছেন। ধন্যবাদ জেসিকা ফেলিক্স, আমি জানি তুমি একজন চমৎকার মা হবে।’

ব্র্যাথওয়েট তার মেয়ের নাম রেখেছেন ইডেন রোজ ব্র্যাথওয়েট, যা ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া। অবশ্য এর পিছনে আসল কারণটি হলো, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলা হয়েছিল, যার ফাইনাল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছিল। যে ম্যাচে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের ওভারে টানা চারটি ছক্কা মেরে ইংল্যান্ডের মুখ থেকে জয় টেনে আনেন কার্লোস ব্র্যাথওয়েট। যার কারণে এই মাঠটি ব্র্যাথওয়েটের জন্য খুব স্পেশাল এবং এখন ব্র্যাথওয়েট এই সত্যটি নিজের কন্যার নামকরণে প্রমাণ করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Carlos Brathwaite (@ricky.26)

Advertisement

#Trending

More in Cric Gossip