
আপনি জানেন কি? সৌরভ গাঙ্গুলীর বাড়িতে ঢুকতে গিয়ে রীতিমত বের করে দেওয়া হয়েছিল আমির খানকে। হাজার চেষ্টা করেও সৌরভ গাঙ্গুলীর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি আমির খানকে। সালটা ২০০৯, আমির খান কলকাতায় এসেছেন সিনেমার শুটিং করতে। কলকাতায় এসে তিনি সৌরভ গাঙ্গুলীর সাথে প্রকাশ্য সাক্ষাৎ করতে তার বাড়ি গিয়ে হাজির হন। কিন্তু সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তারক্ষী তাকে চিনতে না পেরে বাড়ির ভেতরে ঢোকার অনুমতি দেয়নি। আমির খানের তখন চুল উস্কোখুস্কো, রয়েছে মেকআপও। চলছে তার সিনেমার শুটিং। সাধারণ মানুষ দেখলেও তাকে হঠাৎ চিনতে পারবে না।
তিনি নিরাপত্তারক্ষীর সাথে নিজেকে দাদার ভক্ত হিসেবে পরিচয় দেন। এমনকি তিনি বাংলায় কথা বলার চেষ্টাও করেন। কিন্তু কোনো কিছুতেই কোন কাজ হয়নি। তিনি প্রতিবেশীদের সাহায্য নিয়েও বাড়িতে ঢুকতে পারেননি। এমনকি সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তারক্ষীরা এও বলেন, দাদা এখন বাড়িতে নেই, আসতে বেশ কিছুদিন দেরি হবে। আমির খান তখন ছিলেন ছদ্মবেশে, করছিলেন তার সিনেমার শুটিং। কিন্তু দাদার বাড়ি ঢুকতে গিয়ে যে তাকে এত হিমশিম খেতে হবে বুঝতে পারেনি।
বর্তমানে আমির খান তার নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিং এর কাজে ব্যস্ত রয়েছেন। কিছুদিন আগে গনমাধ্যমের আমির খান ও তার স্ত্রী কিরণ রাও তাদের ১৫ বছরের সম্পর্কের ভাঙ্গন এর কথা প্রকাশ করেন। এই খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে আমির খান ও কিরণ রাও সমালোচিত হয়েছেন গণমাধ্যমে। সম্পর্কের ইতি ঘটলেও তারা দুজনে এখনো আগের মতোই মিলেমিশে রয়েছেন। সূত্রের খবর, খুব শিগগিরই তারা দুজন নিজেদের নতুন জীবন শুরু করতে চলেছেন। উল্লেখ্য যে, আমির খান তার প্রথম স্ত্রী রিনা দত্তর সাথেও ১৫ বছর সংসার করে বিবাহবিচ্ছেদ করেন। আমির খান এবারও তার সেই পুরনো পথে হাঁটলেন বলে মনে করছেন নেটিজেনরা।
