
জানলে অবাক হয়ে যাবেন, ভারতীয় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটের পাশাপাশি আর কি কি ব্যবসা করে থাকেন? কোন কোন ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি? ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে রাঁচিতে নিজের ফার্ম হাউসে বসবাস করছেন মহেন্দ্র সিং ধোনি। শুধুমাত্র ভারতীয় প্রিমিয়ার লিগে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। এছাড়া তিনি তার অবসর সময়ে নানা ধরনের ব্যবসার সাথে যুক্ত থাকেন। আসুন জেনে নেওয়া যাক মহেন্দ্র সিং ধোনির ব্যবসা সংক্রান্ত বিষয়ে-
ক্রিকেট খেলতে গেলে বডি ফিট রাখা একান্ত প্রয়োজন। এই অনুভব কে কাজে লাগিয়ে মহেন্দ্র সিং ধোনি তৈরি করেছেন শরীরচর্চার জন্য ‘স্পোর্টস ফিট ওয়ার্ল্ড’ নামে শরীর চর্চা কেন্দ্র। ফুটবলার হওয়ার স্বপ্ন থাকলেও তিনি সেটা পূরণ করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। তাই রাঁচিতে নিজস্ব ফুটবল দল কিনেছেন এমএস ধোনি। এছাড়া রাঁচির হকি দল ‘রেজ’ এর মালিকানা রয়েছে তার কাছে।
নামিদামি ব্র্যান্ডের বাইকের শখ থাকায় খুলেছেন নিজস্ব শোরুম। রয়েছে ‘স্পোর্টস ওয়ান ব্র্যান্ড সেভেনের’ অংশীদারিত্ব এবং ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এছাড়া রাঁচির ফার্ম হাউসে বিনিয়োগ করেছেন ফল ও সবজি চাষে। মহেন্দ্র সিং ধোনির অন্য একটি আয়ের প্রধান উৎস হলো বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং বিজ্ঞাপন। এছাড়া মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলে মোটা অংকের টাকা উপার্জন করে থাকেন।
