
১৭ই ডিসেম্বর দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা দ্য রাইস’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। করোনা মহামারীর মধ্যে দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা দ্য রাইস’ সিনেমাটি ইতিমধ্যে ৩০০ কোটির ব্যবসা করেছে। সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে নতুন এই দক্ষিণী সিনেমা।
ইতিপূর্বে দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের মতো ভয়ঙ্কর লুকে দেখা সামনে এসেছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি মুখে বিড়ি নিয়ে একটি ছবিও পোস্ট করেছিলেন। শুধু কি ছবি, পুষ্পা ছবির একটি সংলাপও বলেছিলেন জাদেজা। যা পছন্দ করছে নেটিজেনরা। এমনিতে ভারতের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়। প্রায়ই নিজের লুক নিয়ে বেশ আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছিলেন রবীন্দ্র জাদেজা। যেখানে তাকে দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের মতো ভয়ঙ্কর লুকে দেখা যাচ্ছিল তাকে। হ্যাঁ, সম্প্রতি মুক্তি পাওয়া আল্লু অর্জুনের সুপারহিট ছবি ‘পুষ্পা দ্য রাইজ’ থেকে উৎসাহিত হয়ে তিনি এই লুকটি নিয়েছিলেন।
রবীন্দ্র জাদেজার পর অস্ট্রেলিয়ান কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নারও দক্ষিণের সিনেমার সাথে দুর্দান্ত নাচ করলেন। এমনিতে ভারতীয় সিনেমার বিরাট বড় ভক্ত ডেভিড ওয়ার্নার। ইতিপূর্বে দক্ষিণে এবং বলিউডের বিভিন্ন সিনেমার সাথে মুখ মিলিয়েছেন এই কিংবদন্তি। সম্প্রতি ভারতীয় সিনেমা জগতে আলোড়ন সৃষ্টিকারী দক্ষিণের সিনেমা ‘পুষ্পা দ্য রাইস’সোশ্যাল মিডিয়ায় তীব্র জনপ্রিয়তা পেয়েছে। দক্ষিণের সুপারষ্টার আল্লু অর্জুন অভিনীত সিনেমাটিতে একটি গানের সাথে মুখ মিলিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তীব্র জনপ্রিয়তা লাভ করেছে। হাজার হাজার লাইক পড়েছে ডেভিড ওয়ার্নারের ছোট্ট ভিডিওটিতে।
এবার সেই একই পথে হাঁটলেন ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না। এমনিতে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় সুরেশ রায়না সর্বদা তার কর্মকাণ্ডের জন্য সংবাদ শিরোনামে থাকেন। চেন্নাই সুপার কিংসের রায়না অবশ্য ‘পুষ্পা’র হিন্দি ভার্সনের গানটিতে স্টেপ মিলিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডলে ভিডিওটি পোস্ট করে সুরেশ রায়না লিখেছেন, ‘আমি থামতে পারছি না। আমার পক্ষ থেকে একটা চেষ্টা করেছি।’
View this post on Instagram
শুধু নিজের ‘পুষ্পা’র গানে পারফর্ম করেই থেমে থাকেননি সুরেশ রায়না। আল্লু অর্জুনকে জানিয়েছেন অভিনন্দনও। দক্ষিণী সুপারস্টারকে শুভেচ্ছা জানিয়ে সুরেশ রায়না লিখেছেন, ‘ভাই আল্লু অর্জুন, কী অতুলনীয় পারফরম্যান্স যে তুমি করেছো, তার কোনও জবাব নেই। তোমার জন্য অনেক অনেক সাফল্যের শুভ কামনা রইল।’
