Connect with us

Cric Gossip

Ravi Shastri: “যে কেউ শচীন হতে পারে কিন্তু মহেন্দ্র সিং ধোনি একজনই!” মন্তব্য রবি শাস্ত্রীর

Advertisement

ভারতীয় জাতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রীকে এবার মহেন্দ্র সিং ধোনির প্রশংসা পঞ্চমুখ হতে দেখা গেল। ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী বলেছিলেন যে তিনি তার জীবনে মহেন্দ্র সিং ধোনির মতো ব্যক্তিকে দেখেননি। প্রাক্তন কোচ বলেন, “ওর মুখে কখনো রাগ দেখিনি। এ ব্যাপারে ধোনির পেছনে রয়েছেন শচীন টেন্ডুলকারও।”

ওমানে শোয়েব আখতারের (Shoaib Akhtar) সঙ্গে ক্রিকেট সম্পর্কিত প্রকাশিত একটি ভিডিওতে শাস্ত্রী বলেছেন যে, “মহেন্দ্র সিং ধোনি অবাস্তব। এমন মানুষ দেখিনি। আমি শচীন টেন্ডুলকার সহ অনেক খেলোয়াড়কে দেখেছি কিন্তু মহেন্দ্র সিং ধোনির মতো কাউকে দেখিনি। শচীনের অসাধারন স্বভাব ছিল, তবে তিনি রাগও করতেন। মহেন্দ্র সিং ধোনি যেন রাগ করতেই জানতেন না।” যাই হোক, মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট বিশ্বে তার ব্যাটিং এবং দুর্দান্ত উইকেটকিপিং ছাড়াও তার শান্ত প্রকৃতির জন্য বিশাল পরিচিতি লাভ করেছিলেন। এ কারণেই বিশ্ব ক্রিকেটে তিনি ক্যাপ্টেন কুল নামেও পরিচিত।

ইতিপূর্বে ভারতের প্রাক্তন অনেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করলেও রবি শাস্ত্রির মুখ থেকে প্রথমবারের জন্য ধোনিকে নিয়ে অঢেল প্রশংসা শোনা গেল। এমনিতে মহেন্দ্র সিং ধোনি তার শান্ত স্বভাবের জন্য ক্রিকেট বিশ্বে অধিক পরিচিত। পৃথিবীর তারকা ক্রিকেটাররাও মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করতে পিছুপা হননি। এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী।

Advertisement

#Trending

More in Cric Gossip