Connect with us

Cric Gossip

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় অলরাউন্ডার শিভম দুবে, রইল ছবি

  • by

Advertisement

বর্তমানে ভারতীয় টিমের অন্যতম সদস্য শিভাম দুবে গত শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার বান্ধবী অঞ্জুম খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শিভম দুবে। সাথে লিখেছেন, “একে অন্যের ভালোবাসার আজ পূর্ণতা পেল”।

শিভাম দুবে রাজস্থান রয়েলসের হয়ে ভারতীয় প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। ২৮ বছর বয়সী শিবম দুবে ভারতের হয়ে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার ঝুলিতে রয়েছে একটি হাফ সেঞ্চুরি। ভারতের হয়ে তার বেস্ট বোলিং ফিগার ৩০ রানে ৩ উইকেট।

ভারতীয় এই অলরাউন্ডার বাম হাতে ব্যাট করে থাকেন এবং ডান হাতে বল করে থাকেন। তার ব্যাট করার ভঙ্গিমা দেখে অনেক ক্রিকেটপ্রেমীরা মনে করেন তার ব্যাটিং স্টাইল অনেকটাই যুবরাজ সিংয়ের মতো। অনেকেই যেন তার মধ্যে যুবরাজ সিং কে খুজে পান। জায়গায় দাঁড়িয়ে লম্বা লম্বা ৬ মারতে পারদর্শী শিভম দুবে। তার বিবাহ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন শ্রেয়াস আইয়ার সহ নানা মহলের ক্রিকেটাররা।

 

View this post on Instagram

 

A post shared by shivam dube (@dubeshivam)

Advertisement

#Trending

More in Cric Gossip