Connect with us

Cric Gossip

বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ আয় করেন এমন ৫ ক্রিকেটার

  • by

Advertisement

ক্রিকেট মনে উত্তেজনা ক্রিকেট মানে টাকার ফুলঝুরি। প্রত্যেক দেশের ক্রিকেটার তাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর কাছ থেকে মোটা টাকার মাইনে পেয়ে থাকেন। তাছাড়া বিভিন্ন লিগের খেলা করে প্রচুর টাকা ইনকাম করেন তারা। তাছাড়া আছে নামিদামি কোম্পানির বিজ্ঞাপন ও ব্রান্ড অ্যাম্বাসেডর। পৃথিবীতে এমন ক্রিকেটার আছে যাদের বার্ষিক আয় শুনলে আপনি রীতিমত অবাক হয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক এমন ৫ ক্রিকেটার সম্পর্কে-

৫. হার্দিক পান্ডিয়া: ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ২০১৬ সালে প্রথম আন্তর্জাতিক আঙ্গিনায় পদার্পণ করেন। তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ভারতীয় এই ক্রিকেটার বছরে প্রায় ৫৯.৫৯ কোটি টাকা উপার্জন করে থাকেন।

৪. বেন স্টোক: এই তালিকায় একমাত্র বিদেশি প্লেয়ার হিসেবে রয়েছেন ব্রেন স্ট্রোক। তিনি ২০১৬ সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর মাধ্যমে আন্তর্জাতিক আঙ্গিনায় পদার্পণ করেন। ব্রেন স্ট্রোক বছরে প্রায় ৬০ কোটি টাকা আয় করে থাকেন।

৩. রোহিত শর্মা: ভারতীয় হিটম্যান এই তালিকায় তৃতীয় নম্বরে অবস্থান করছে। ২০১৩ সালে তিনি ভারতের জাতীয় দলে খেলার সুযোগ পান। বর্তমানে তার বার্ষিক উপার্জন প্রায় ৭৪.৪৯ কোটি টাকা।

২. মহেন্দ্র সিং ধোনি: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৯ সালে। বর্তমানে তিনি শুধু আইপিএল খেলা থাকেন। এই ক্যাপ্টেন কুলের বার্ষিক আয় প্রায় ১০৮.২৮ কোটি টাকা।

১. বিরাট কোহলি: এই তালিকায় ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি থাকবে না তা কি হয়? তিনি বার্ষিক উপার্জন এর দিক থেকে সবার চেয়ে অনেক এগিয়ে। তিনি বিসিসিআই, আইপিএল ও বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বার্ষিক ২০৮.৫৬ কোটি টাকা আয় করেন।

Advertisement

#Trending

More in Cric Gossip