
বলিউডের একটি জনপ্রিয় গান ‘বাজনে দে ধারাক ধারাক’ গানটি কার না ভালো লাগে। রণবীর সিং এর অসাধারণ ডান্স এর সাথে গানটি এখনও সবার চোখের সামনে ভাসে। সেই গানের সাথে তুমুল নেচে ভাইরাল হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এমনিতেই প্রথম থেকে ডেভিড ওয়ার্নার বলিউডকে ফলো করেন। এর আগেও তাকে বলিউডের অনেক গানের সাথে গলা মেলাতে দেখা গেছে। গতকাল তার ইনস্টাগ্রামে “বাজনে দে ধারাক ধারাক” গানের ভিডিও আপলোড করেন ডেভিড ওয়ার্নার।
ভিডিওটি ইনস্টাগ্রামে আসার সাথে সাথে ভাইরাল হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কুড়ি ঘণ্টার মধ্যে ভিডিওটি ৮ লক্ষের বেশি মানুষ পছন্দ করেছেন। কেনই বা পছন্দ করবেন না? ডেভিড ওয়ার্নার তো মানুষের মনোরঞ্জনের জন্য এমন কাজ হামেশাই করে থাকেন। নতুন রূপে ডেভিড ওয়ার্নারকে দেখে খুবই মজা পেয়েছেন তার অনুগামীরা।
সাথে সাথে তিনি তার ইনস্টাগ্রামে শেখর ধাওয়ানকে ট্যাগ করেছেন। তিনি ট্যাগ এ লিখেছেন “my next talks @Shekhardofficial. May have me covered doing this dance. তিনি তার নাচের সাথে সাথে শেখর ধাওয়ান কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শেখর ধাওয়ান কি ডেভিড ওয়ার্নার এর চ্যালেঞ্জের প্রতিউত্তর দেবেন? এর উত্তর জানার জন্য আগ্রহী ক্রিকেট প্রেমীরা। এর আগেও ডেভিড ওয়ার্নারের অনেক চ্যালেঞ্জ এর উত্তর দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার গাব্বার। তাই এবারও আশা করাই যায় শেখর ধাওয়ানকে আমরা রণবীর সিং- এর গানে পারফরম্যান্স করতে দেখব।
View this post on Instagram
