
সোশ্যাল মিডিয়ায় হওয়া দীর্ঘদিনের ট্রোল আবার ফিরে এসেছে। ইতিপূর্বে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ এবং বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে একাধিক মাধ্যমে আলোচনা হতে দেখা গেছে। তবে মাঝে বেশ কিছুদিন বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিলেন নেট প্রেমীরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ঋষভ পন্থের অপরাজিত শতরানের ইনিংস আবার পুরনো সেই ট্রোলকে মাথাচাড়া দিয়ে তুলেছে। সম্প্রতি এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ঊর্বশী রাউতেলার ভিডিওতে কমেন্ট করতে গিয়ে ঋষভ পন্ত প্রসঙ্গ টেনে এনেছেন। যা নেট প্রেমীদের কাছে রীতিমতো উপভোগ্য হয়ে উঠেছে।
বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার কমেন্ট বক্সে ওই ব্যক্তি লিখেছেন,“গতকাল পন্থের ১০০ দেখেছ নাকি?” সচরাচর বলিউড অভিনেত্রী এই প্রসঙ্গটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ইতিপূর্বে বহুবার এই প্রসঙ্গ চলে আসলে তিনি কোন উত্তর না দিয়েই চলে গিয়েছেন। তবে ওই ব্যবহারকারীর কমেন্টের উত্তর দিয়েছেন স্বয়ং ঊর্বশী রাউতেলা। তিনি ওই ব্যবহারকারীর উদ্দেশ্যে লিখেছেন, ‘ওহ, প্যান্ট মানে? (প্যান্টের ইমোজি দিয়ে ) হ্যাঁ, আমি দেখেছি কারণ সবাই সেগুলি পরে। এতে আমিও ১০০ টাকা পেয়েছি।’
অভিনেত্রীর এমন কমেন্ট সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে। ইতিপূর্বে বহু মাধ্যমে আলোর জগতের এই দুই ব্যক্তিকে নিয়ে সমালোচনা হলেও কেউ কোনো উত্তর দেননি কখনো। তবে এবার ধৈর্যের বাঁধ ভেঙ্গে ঊর্বশী রাউতেলা যোগ্য জবাব দিয়েছেন ওই ব্যবহারকারীর। কিছু নেট প্রেমীরা বিষয়টিকে সঠিক বলে দাবি করলেও অধিকাংশ নেট প্রেমীরা বিষয়টি নিয়ে আনন্দে মজেছেন।
