
অবশেষে সমাধিস্থ করা হলো ক্রিকেটের মহাতারকা শেন ওয়ার্নেকে। তার প্রিয় স্টেডিয়াম মেলবন গ্রাউন্ডে ৫০ হাজার ভক্তের সামনে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হলো বিশ্ব বিখ্যাত এই ক্রিকেটারের। আপনাদের জানিয়ে রাখি, শেন ওয়ার্ন ছুটি কাটাতে থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানেই গত ৪ মার্চ হোটেলে তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর কারণ স্পষ্ট জানা যায়নি। ক্রিকেটের এই মহাতারকা ১৪৫টি টেস্ট ম্যাচে রেকর্ড ৭০৮টি উইকেট নিয়েছেন। বিশ্বের সর্বোচ্চ টেস্ট উইকেট সহ বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার হয়ে ১৯৪টি একদিনের ম্যাচ খেলেছেন। নিয়েছেন ২৯৩টি উইকেট নিয়েছেন।
অনেক আগে থেকেই জানানো হয়েছিল আজ মেলবন গ্রাউন্ডে তার শেষ স্মরণসভার আয়োজন করা হবে। সেইমতো বিশাল আয়োজনের মাধ্যমে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ৫০ হাজার ভক্তের উপস্থিতিতে এই স্মরণ সভা আয়োজিত হয়। স্টেডিয়ামের একটি স্ট্যান্ড তাঁর নামে লেখা হবে সেটা আগে থেকেই ঠিক ছিল। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মসিশন (Scot Morrison)। এবং অ্যালান বর্ডার (Alan Border), মার্ক টেলর (Mark Taylor), ডেভিড বুন (David Boon), ব্রায়ান লারা (Brain Lara) ,নাসের হুসেনের (Nasser Hussain) মতো প্রাক্তন ক্রিকেটার।
Forever Warnie’s ❤️ pic.twitter.com/0OnNeBylSK
— Cricket Australia (@CricketAus) March 30, 2022
শেন ওয়ার্ন যখন মাঠে বাইরে দাপিয়ে বেড়াতে তখন তার বন্ধু মহল তাকে প্রায় বলতেন,” ওয়ার্নের মধ্যে একজন হলিউড সুপারস্টার লুকিয়ে রয়েছে।” বাস্তবেও এমনটাই রঙিন ছিল এই কিংবদন্তীর জীবন। তবে ওয়ার্নের মৃত্যু যেন এখনও স্বপ্নের মতো। মাত্র ৫২ বছরে তাঁর অকাল বিদায় মেনে নিতে পারছেন না অনেকেই। এমনকি তার ভক্ত সমর্থকরাও বিষয়টি এখনো স্বপ্নের মত মনে করছে। সবকিছুর মধ্যে এ দিন পয়া এমসিজি-তে আয়োজিত হল শেন ওয়ার্ন মেমোরিয়াল সার্ভিস।
