Connect with us

Cric Gossip

খুব শীঘ্রই আন্তর্জাতিক টেস্ট ম্যাচ থেকে অবসর নিতে চলেছেন এই ৫ ক্রিকেটার

  • by

Advertisement

ক্রিকেট বিশ্বের উত্তেজনামূলক খেলার মধ্যে একটি। আর এই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেট টি-টোয়েন্টি সংস্করণটি ক্রিকেট প্রেমীদের কাছে যেন খুশির মুহূর্ত। ক্রিকেটের সবচেয়ে সময় বহুল ফরম্যাটটি হলো টেস্ট খেলা। পাঁচ দিনের এই খেলা ক্রিকেটারদের নাজেহাল করে দিতে পারে। এই ম্যাচ খেলার জন্য ক্রিকেটারদের খুবই ফিট থাকা প্রয়োজন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন এমন ৫ জন ক্রিকেটার সম্পর্কে জেনে নেওয়া যাক-

৫. আদিল রশিদ: ইংল্যান্ডের এই বোলার ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন প্রায় এক দশক। ৩৩ বছর বয়সী আদিল রশিদ ২০১৯ সালে গভীর চোট পান। ইনজুরি কাটিয়ে দলে অন্তর্ভুক্ত হলেও খেলেননি আর একটিও টেস্ট ম্যাচ। আশা করা হচ্ছে তিনি খুব শিগগিরই টেস্ট ম্যাচকে বিদায় জানাবেন।

৪. রস টেইলর: নিউজিল্যান্ডের এই মারমুখী ব্যাটসম্যান নিউজিল্যান্ড দলের হয়ে খেলেছেন প্রায় ১৫ বছর। বর্তমানে নিউজিল্যান্ড দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় তিনি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও খেলেছেন তিনি। আশা করা যায় খুব তাড়াতাড়ি টেস্ট ম্যাচ থেকে অবসরের ঘোষণা করবেন তিনি।

৩. অ্যারন ফিঞ্চ: অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারন ফিঞ্চ ২০১৮ সালের পরে আন্তর্জাতিক কোন টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেননি। আশা করা হচ্ছে তিনি টেস্ট ম্যাচকে বিদায় জানাবেন।

২. মার্টিন গাপটিল: নিউজিল্যান্ডের আরেক ব্যাটসম্যান মার্টিন গাপটিল খুব শিগ্রই আন্তর্জাতিক টেস্ট ম্যাচ থেকে নিজেকে সরিয়ে আনবেন। তিনি নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে প্রায় ৭০০০ রান এবং টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায় ৩০০০ রান করেছেন।

১. শেখর ধাওয়ান: এই তালিকায় আছেন ভারতীয় ক্রিকেটার শেখর ধাওয়ান। ২০১৩ সালে ভারতীয় দলের নির্ভরযোগ্য ওপেনার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় তার। ৩৫ বছর বয়সী শেখর ধাওয়ান ২০১৮ সালের পরে আর টেস্ট ম্যাচ খেলেননি। আশা করা যায় ২০২৩ বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন।

Advertisement

#Trending

More in Cric Gossip