
ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য গৌতম গম্ভীর এবার করোনা আক্রান্ত হলেন। নিজেই ট্যুইট করে জানিয়েছেন গৌতম গাম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। সেখানেই তাঁর করোনার উপসর্গ দেখা যায়। পরে কোভিড টেস্ট করালে তিনি জানতে পারেন যে তিনি করোনা আক্রান্ত।
গৌতম গাম্ভীর এক টুইট বার্তায় লিখেছেন, ‘কিছু মৃদু উপসর্গ আগে থেকেই ছিল। পরীক্ষার পর আজ জানতে পারলাম আমি করোনা পজিটিভ। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সকলকে করোনা পরীক্ষা করানোর অনুরোধ করছি।’
গৌতম গাম্ভীর সম্প্রতি ধারাভাষ্যকারের পাশাপাশি একাধিক কর্মকান্ডের সাথে যুক্ত হয়েছিলেন। আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ-এর মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন গৌতম গাম্ভীর। তাছাড়া ক্রিকেট ছেড়ে বর্তমানে রাজনীতির সাথেও প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন গৌতম গাম্ভীর। বর্তমানে তিনি দিল্লির বিধানসভার একজন নির্বাচিত বিজেপি প্রার্থী।
After experiencing mild symptoms, I tested positive for COVID today. Requesting everyone who came into my contact to get themselves tested. #StaySafe
— Gautam Gambhir (@GautamGambhir) January 25, 2022
তার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতে চিন্তিত হয়ে পড়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ। আসন্ন মেগা অকশনে গৌতম গম্ভীর তাদের দলের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন। সেজন্য দ্রুত সুস্থ হয়ে ওঠা প্রয়োজন বলে মনে করছেন লখনউ শিবির। দু’বারের শিরোপা জয়ী অধিনায়ক যেকোন দলের জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ সেটি বলার অপেক্ষা রাখেনা।
