Connect with us

Cric Gossip

Sushant Singh Rajput: “শুভ জন্মদিন সুশান্ত সিং রাজপুত”, মহেন্দ্র সিং ধোনির ছায়ামূর্তি!!

Advertisement

ভারতীয় হিন্দি সিনেমা জগতের এক যুগান্তকারী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অত্যন্ত মেধাবী এই কৃতী ছাত্র নিজের অভিনয় দিয়ে মনে জায়গা করে নিয়েছেন একাধিক ভারতীয়র।১৯৮৬ সালের ২১শে জানুয়ারি সুদূর পাটনা শহরে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সুশান্ত সিং রাজপুত। পদার্থবিদ্যায় বিশ্ব খ্যাতি অর্জন করেছিলেন এই কিংবদন্তি। জ্যোতিষ বিজ্ঞানের প্রতি অগাধ জ্ঞান ছিল ভারতীয় এই অভিনেতার। কর্ম জীবন বেশি দিনের না হলেও একের পর এক সুপারহিট সিনেমাতে মনমুগ্ধকর অভিনয় দেখা গেছে তার।

সুশান্ত সিং রাজপুত ভারতীয় ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে “এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি” সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১৬ সালে এই সিনেমাটি বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করে। কিভাবে সাধারণ মধ্যবিত্ত ঘরের এক ছোট্ট বালক ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা তৈরি করে সেটাই বর্ণিত হয়েছে উক্ত সিনেমায়। এই ছবির গল্পটি মূলত ধোনির জীবনের সংগ্রাম ও ভারতীয় ক্রিকেট দলের ২০১১ বিশ্বকাপ জয়ের উপর ভিত্তি করে তৈরি হয়। ক্রিকেট বিশ্বের ধোনির ফ্যান ফলোইং এর অভাব নেই এবং মুভিটি সুপারহিট হয়।

সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো এই সিনেমার প্রধান চরিত্র অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির প্রতিচ্ছবি সুশান্ত সিং রাজপুত পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। ২০২০ সালের ১৪ই জুন মহেন্দ্র সিং ধোনির প্রতিচ্ছবি সুশান্ত সিং রাজপুত অকাল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার জীবনের শেষ সিনেমা “দিল বেচারা” মুক্তি পায়। যার টেইলর পৃথিবীর সিনেমা জগতের ইতিহাসে সর্বাধিক বার দেখার রেকর্ড তৈরি করে। যার ফলশ্রুতিতে সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। মাত্র ৩৪ বছর বয়সে এই কিংবদন্তি অভিনেতার রহস্যজনক মৃত্যু হয়। আজকের শুভ জন্মদিনে টিম ‘Crichunt’-এর পক্ষ থেকে রইল প্রাণঢালা শুভেচ্ছা।

Advertisement

#Trending

More in Cric Gossip