
ভারতের ক্রিকেটার হরভজন সিং এবং শেখর ধাওয়ান ইনস্ট্রাগ্রামে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা শেয়ার করলেন টোকিও অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলেটিক্সদের উদ্দেশ্যে। চলতি বছরে আগস্ট থেকে শুরু হতে চলেছে জাপানে অলিম্পিকের আসর। এই অলম্পিক কে কেন্দ্র করে উত্তেজনার কোন শেষ নেই। ভারত এর আগে কোন অলিম্পিকে ডবল সংখ্যার পদক জিততে পারেনি। টোকিও অলিম্পিকে ঘিরে সকল ক্রিয়া প্রেমীদের আশা অনেকটাই বেড়ে গেছে।
টোকিও অলিম্পিকে ভাগ নেওয়ার জন্য ভারত থেকে প্রায় ১০০ জনের উপরে ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। আজ থেকে তারা স্বাস্থ্য সুরক্ষার জন্য কোভিড প্রটোকল এর মধ্য দিয়ে অবস্থান করবেন। শেখর ধাওয়ান তার বার্তায় বলেন”আমি জানি আমাদের প্রতিযোগিরা টোকিও অলিম্পিকে নিজেদের সর্বোচ্চ টা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই মহামারীর মধ্যেও আমাদের ক্রীড়াবিদরা কঠোর প্রশিক্ষণ চালিয়ে গেছেন। তাদের সাফল্যের জন্য রইল শুভকামনা”। অন্যদিকে ভারতের আরেক ক্রিকেটার হরভজন সিং বলেন, ভারতের হয়ে যারা অলম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করতে গেছেন সবার জন্য আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। আমি আশা করি সবাই ভারতে ফেরার সময় গলায় মেডেল নিয়ে ফিরুক”।
View this post on Instagram
উল্লেখ্য এই যে, এবছর আগস্টের ৮ তারিখে উদ্বোধন হবে টোকিও অলিম্পিক। Bajrang Punia উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ভারতের নামাঙ্কিত ব্যানার বহন করবেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ভারতীয় হকি দলের ক্যাপ্টেন মানপ্রীত সিং (Manpreet Singh) ও ভারতীয় বক্সার এম.সি মারি কম (M.C Mary Kom) ভারতের পতাকা বহন করবেন। এবার ভারতীয় ক্রীড়াবিদরা প্রায় ১ বিলিয়ন লোকের সমর্থন নিয়ে টোকিও অলিম্পিক খেলতে যাবেন। তাই তাদের কাছ থেকে বহু কিছু প্রত্যাশা করে ভারতীয় ক্রিয়া প্রেমীরা।
View this post on Instagram
