Connect with us

Cric Gossip

Indian cricketer: ২৮ বছরের কম বয়স্ক স্ত্রী কে নিয়ে কোথায় যাবেন হানিমুনে? জানালেন অরুণ লাল

Advertisement

৬৬ বছর বয়স্ক অরুণ লাল বিয়ের পরই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন, ‘হানিমুনে কোথায় যাবেন?’ প্রশ্ন শুনে সদ্য বিবাহিত অরুণ লাল হেসে ফেললেন। বললেন, ‘সামনেই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে বাংলায়। ম্যাচ খেলতে বেঙ্গালুরু যেতে হবে। সেখানেই হবে হানিমুন।’ বাংলার কোচ অরুণ লালের স্ত্রী বুলবুল সাহাও বলেন, ‘বাংলা দলের সঙ্গে যেতে চাই। ওদের সমর্থন জানাতে চাই।’ এদিকে অরুণ লালের অধীনে বাংলার ক্রিকেট দল দুর্দান্ত খেলছে রঞ্জি ট্রফিতে।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার ক্রিকেট দলের কোচ অরুণ লাল গত সোমবার নিজের বহুদিনের বান্ধবী বুলবুল সাহাকে বিয়ে করেছেন। আপনাদের জানিয়ে রাখি, বুলবুল সাহা অরুণ লালের থেকে ২৮ বছরের ছোট। বর্তমানে অরুণ লালের বয়স ৬৬ বছর। সোশ্যাল মিডিয়ায় অরুণ লালকে অভিনন্দন জানাচ্ছেন মানুষ। কলকাতায় আয়োজিত বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা। বিয়ের পর দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ছবিতে দেখা যায় অরুণ লাল ও বুলবুল সাহাকে বেশ খুশি দেখাচ্ছে। অরুণ লালকে তার নববধূকে চুমু খেতে দেখা যায়।

তথ্যমতে, বুলবুল সাহা পেশায় একজন স্কুল শিক্ষিকা। কিছুদিন পূর্বে প্রথম স্ত্রীর সঙ্গে অরুণ লালের বিবাহ বিচ্ছেদ হয়। এটি অরুণ লালের দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সম্মতিতে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানা গেছে। ভারতীয় দলের হয়ে তার ক্যারিয়ার সম্পর্কে কথা বলতে গেলে দেখা যায়, অরুণ লাল ভারতের হয়ে ১৬টি টেস্ট ম্যাচ খেলেছেন, যাতে তিনি ৭২৯ রান করেন। শুধু তাই নয়, ১৩টি ওয়ানডে খেলে ১২২ রান করেন।

Advertisement

#Trending

More in Cric Gossip