
রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হল ইশান কিষাণের। এদিন আবার তার জন্মদিনও ছিল। আর এই বিশেষ দিনের ম্যাচেই ৪২ বলে ৫৯ করেন তিনি। নবাগত প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের ম্যাচে অর্ধ শতরান করার রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার ঈশান। ১৯৮৩ সালে শেষবার অস্ট্রেলিয়ার বিপরীতে অভিষেক ম্যাচে জিম্বাবোয়ের গ্র্যান্ড পিটারসন ২৯ রান করেছিলেন। সেদিন তারও জন্মদিন ছিল। এটাই ছিল এতদিনের সর্বোচ্চ রেকর্ড। গতকাল সেই রেকর্ড ভেঙে দেন ইশান।
ভারতের পঞ্চম প্লেয়ার হিসেবে জন্মদিনের দিন ওয়ানডে ক্রিকেট ম্যাচে ৫০ করলেন ইশান কিষাণ। এর আগে বিনোদ কাম্বলি (২১তম জন্মদিন), নভজ্যোৎ সিধু (৩১তম জন্মদিন), সচিন তেন্ডুলকর (২৫তম জন্মদিন), ইউসুফ পাঠানরা (২৬ তম জন্মদিন) জন্মদিনের দিন অর্ধশতরান করেছিলেন।
ভারতের ইশান কিষাণ একমাত্র প্লেয়ার, যিনি টি-টোয়েন্টি ওপেনিংয়ে এবং ওয়ানডে ম্যাচে অর্ধশতরান করেছেন। ইশান কিষাণের আগে অবশ্য দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেনের মুকুটে এই পালক জুড়েছিল। সে ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটে ডুসেনের পর ইশানই দ্বিতীয় ক্রিকেটার যিনি এই রেকর্ড গড়লেন।
