
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি পরিচিত মুখ। সারা পৃথিবীতে তার ভক্তের ছড়াছড়ি। এমনকি ভালবাসার লোকের অভাব নেই বিরাট কোহলির জীবনে। কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে বহুদিনের প্রিয় বান্ধবীর সাথে আজকের দিনে সাত পাকে বাঁধাপড়ে ছিলেন ভারতীয় ক্রিকেটের হৃদস্পন্দন বিরাট কোহলি। ভারতীয় সিনেমা জগতের অন্যতম সফল অভিনেত্রী আনুশকা শর্মার সাথে গাঁটছড়া বেঁধেছিলেন বিরাট কোহলি। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে আলোচিত জুটি গুলোর মধ্যে বিরুষ্কা জুটি অন্যতম। তাই তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দিনটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হবে না তা কি হতে পারে?
সাত পাকে বাঁধা পড়েছেন দীর্ঘ ৪ বছর আগে। কিন্তু এখনো পর্যন্ত একসঙ্গে চূড়ান্ত পরিণতির দিনটি পালন করতে পারেননি বিরুষ্কা জুটি। এত দিন পর সেই সময়টি আজ একসাথে পালন করলেন বিরাট-অনুষ্কা। নিজের নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেদের মনের অভিব্যক্তি ব্যাখ্যা করেছেন বিরুষ্কা জুটি। কোন অনুষ্ঠান ছাড়াই আজ চার বছরের বিবাহিত জীবন উদযাপন করছেন বিরাট-অনুষ্কা।
বিরাট কোহলি তার এক পোষ্টে লিখেছেন, “৪ বছর আমার বোকা বোকা জোকস ও অলসতা সহ্য করেছ। আমি যেমন তেমন ভাবেই আমাকে গ্রহণ করে ৪ বছর ভালবেসেছো। ভাবনি কতটা বিরক্তিকর আমি। এই ৪ বছরে আমাদের ওপর ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ আমরা পেয়েছি। এই ৪ বছর আমি সবচেয়ে সৎ ও সাহসী মহিলার সঙ্গে বিবাহিত। যখন গোটা পৃথিবী আমার বিরুদ্ধে গিয়েছে তখনও এই মানুষটা আমার সঙ্গে ছিল। ৪ বছর আমি তোমার সঙ্গে বিবাহিত। তুমি আমাকে প্রতিদিন সব ভাবে সম্পূর্ণ করো। এভাবেই বা তারও বেশি আজীবন ভালবেসে যাব তোমায়। আজকের দিনটা আরও স্পেশাল। কারণ এবার পরিবারের সঙ্গে প্রথম বিবাহবার্ষিকী। ছোট্ট ভামিকা আমাদের পূর্ণ করে।”
View this post on Instagram
অন্যদিকে অনুষ্কা শর্মা তার ইনস্টাগ্রামে লিখেছেন, “ঘরের সহজ কোনও রাস্তা নেই, নেই কোনও শর্টকাট। তুমি তোমার প্রিয় গান ও শব্দ নিয়েই বেঁচে আছো আজীবন। আমাদের সম্পর্কের প্রতিটা কথাই সত্য। অত্যন্ত সাহসের প্রয়োজন হয় যে রকম মানুষ তুমি। তোমরা ভাবনা ও দৃষ্টিভঙ্গি আমাদের অনুপ্রাণিত করে। ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা জুগিয়ে যাওয়ার জন্য। নিজের মনটা খোলা রেখে আমার কথা শুনেছ। বিয়ে তখনই সমান হয় যখন দুজনেই নিরাপদ বোধ করে। আমার চেনা সবচেয়ে নিরাপদ মানুষ তুমি। আগেও বলেছি আমি, ভাগ্যবান তারাই যার খুব কাছ থেকে তোমাকে দেখেছে। যাবতীয় কৃতিত্বের নেপথ্যে তোমার ভিতরের মানুষটার ভালবাসা, সততা, স্বচ্ছতা ও সম্মান আমাকে গাইড করবে। আর হ্যাঁ বোকামিগুলো কখনই থামিও না। আমাদের যেটা আমি সবচেয়ে পছন্দ করি।”
View this post on Instagram
