
ভারতীয় দলের অন্যতম সেরা ওপেনার বীরেন্দ্র শেওয়াগ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ব্যাটিংয়ের মাধ্যমে তাবড় তাবড় বোলারদের মেরুদন্ড ভেঙেছেন। প্রথম বলে বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মেরে রানের খাতা খুলতে ওস্তাদ ছিলেন তিনি। টেস্ট ক্রিকেটকে শর্ট ফরম্যাটের ক্রিকেট হিসেবে খেলা শুরু করেছিলেন তিনি। অত্যন্ত মারমুখী এই ব্যাটসম্যান এদিন মোহাম্মদ কাইফ এর সাথে ভারতীয় টেলিভিশন শো ‘দ্য কপিল শর্মা শো’-তে আসেন। সেখানে মোহাম্মদ কাইফ, বীরেন্দ্র শেওয়াগ এবং কপিল শর্মা বরাবরের মতই পুরনো দিনের কথায় ফিরে যান।
একে একে নিজেদের পুরনো দিনের স্মৃতি বলতে থাকেন বীরেন্দ্র শেওয়াগ এবং মোহাম্মদ কাইফ। কপিল শর্মা বীরেন্দ্র শেওয়াগকে তার বিয়ের ঘটনা নিয়ে প্রশ্ন করতেই নানা তথ্য সামনে চলে আসে। বীরেন্দ্র শেওয়াগ বলেন, আমি, যুবরাজ সিং এবং হরভজন সিং ইংরেজি বলতে ভয় পেতাম। আমরা সব সময় ইংরেজি বলা থেকে দূরে সরে থাকতাম। যেখানে ইংরেজী বলার প্রয়োজন হতো সেখান থেকে পালানোর চেষ্টা করতাম আগেই। কিন্তু ম্যাচ খেলতে গেলে ইংরেজিতে তো কথা বলতেই হবে। ইংরেজি শিখবো কোথা থেকে? তাই আমরা নির্ণয় নিয়েছিলাম বিয়ে করলে কেবলমাত্র ইংরেজি বলা মেয়েকেই বিয়ে করবো। যাতে তার কাছ থেকে আমরা ইংরেজি শিখতে পারি।
আর সেই জন্য সংসার পাতার আগে আমার লক্ষ্য ছিল ইংরেজি বলা মেয়ে খোজা। আর তার জন্যই আরতি আহলাওয়াতকে ২০০৪ সালে বিয়ে করেন। তিনি আরো বলেন, যুবরাজ সিং এবং হরভজন সিং ও ইংরেজি বলা মেয়েকে বিয়ে করেছে। আর তারপর থেকে আমাদের তিনজনের ইংরেজি বলা অনেকটা ভালো হয়েছে। বীরেন্দ্র শেওয়াগের এমন কথা শুনে হাসির জোয়ার বয়ে যায় কপিল শর্মা শোতে। ভারতীয় দলের এই আক্রমনাত্মক ওপেনার বীরেন্দ্র শেওয়াগ এবং দুর্দান্ত ফিল্ডার মোহাম্মদ কাইফ তাদের নিজেদের আরো নানা খুঁটিনাটি প্রকাশ করেন কপিল শর্মা মঞ্চে।
এই কিংবদন্তি দুই ভারতীয় ক্রিকেটার বর্তমানে ভারতীয় দলের অংশ না থাকলেও সর্বদা নিজেদের কর্মকাণ্ডের জন্য আলোচিত হয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। তাছাড়া ভারতীয় দলে বীরেন্দ্র শেওয়াগ সর্বদা হাসি ঠাট্টার ছলে থাকতেন। ব্যাটিং করতে করতে তাকে গান গাইতেও শোনা যেত। বর্তমানে এই দুই কিংবদন্তি ক্রিকেটার ধারাভাষ্যকার হিসেবে কাজ করে যাচ্ছেন।
