
ভারতীয় ক্রিকেটের অন্যতম উইকেটকিপার ব্যাটসম্যান কে এল রাহুল বর্তমানে ইংল্যান্ড সফরে ইংল্যান্ডে অবস্থান করছেন। সেখানে স্বাগতিকদের বিরুদ্ধে ৫ টি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট টিম। বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম ম্যাচ আম্পিয়ার কর্তৃক ড্র ঘোষণা করা হয়। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করতে নেমেছে টিম ইন্ডিয়া। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে অনবদ্য ৮৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছেন রোহিত শর্মা। অপরাজিত ১২৭ রানে এখনো ব্যাটিং করছেন কে এল রাহুল। প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৭৬ রান।
ইংল্যান্ড সফরে ভারতীয় বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির সাথে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল কে। দুজন একসাথে সময় কাটাচ্ছেন সেখানে। রেস্টুরেন্টে বসে তোলা কিছু ছবি শেয়ার করেছিলেন অনেক আগেই। যা রীতিমতো ভাইরালও হয়েছিল নেট প্রেমীদের মধ্যে। তাহলে কি তারা দুজন সেখানে একে অন্যকে ডেট করছেন? এই প্রশ্নও ঘুরে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। সুনীল শেঠির ছেলে অহন শেঠি লন্ডনের রাস্তায় কে এল রাহুলের ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। সাথে একটি ক্যাপশন লিখেছেন তিনি। ক্যাপশনটি ছিল “Happy Vibes”.
এবার সেই জল্পনা আরো উস্কে দিয়ে ইনস্ট্রাগ্রামে ছবি শেয়ার করলেন আথিয়া শেঠি। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে কে এল রাহুল ব্যক্তিগত শত রান পূর্ণ করেছেন। শতরানের স্মৃতি উদযাপন করেন কে এল রাহুল। সেই ছবি এবং ভিডিও শেয়ার করেছেন আথিয়া শেঠি। তিনি একটি লাল হৃদয় সহ কয়েকটি উদযাপনমূলক ইমোজি যুক্ত করেছেন কে এল রাহুলের সেই ছবির সাথে। উল্লেখ্য এই যে, আথিয়া শেট্টির বলিউডে অভিষেক হয় ‘Mubarakan’ সিনেমার মাধ্যমে। তাহলে কি আথিয়া শেঠি এবার কে এল রাহুল সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চলেছে?
