
বিরাট কোহলি শুধুমাত্র একজন ক্রিকেটার হিসেবে হাজারো মানুষের মন জয় করেননি। করোনা কালে সাধারন মানুষদের সাহায্য হোক কিংবা বন্যা কালে ত্রাণ, সর্বক্ষেত্রে বিরাট কোহলির অবাধ যাত্রা। ইতিপূর্বে একাধিক বার সমাজসেবামূলক কাজ করতে বিরাট কোহলিকে দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরো একটি মহান কার্য। কোহলি ভিভাল্ডিস অ্যানিমেল হেলথের সিইও কুনাল খান্নার সাথে পথ কুকুরদের নিয়ে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন এবং তাদের জন্য অ্যাম্বুলেন্সের উদ্বোধনও করেছেন।
তিনি একটি চতুর প্রাণী (কুকুর) “জুয়েল” এর সাথেও দেখা করেছিলেন এবং তাকে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করেছিলেন। বর্তমানে দল তাকে দেখভাল করছে। কোহলি তার সোশ্যাল মিডিয়ায় তাদের কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন। Vivaldis-এর সহায়তায়, বিরাট কোহলি ফাউন্ডেশন গত বছর বিপথগামী প্রাণীদের জন্য একটি পুনর্বাসন, ট্রমা সেন্টার এবং অ্যাম্বুলেন্স চালু করেছে। সমাজ সেবায় বিরাট কোহলির বিরাট অবদান তার ভক্তদের মন জয় করেছে।
আজ মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবেন ৩৩ বছর বয়সী কোহলি। ভারতের হয়ে ১২তম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট ম্যাচ খেলবেন তিনি৷ বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে রীতিমতো চাপা উত্তেজনা কাজ করছে। দীর্ঘদিন ধরে বিরাট কোহলির ব্যাট থেকে তিন সংখ্যার রান দেখেনি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচে সেই মাইলফলক স্পর্শ করবেন বিরাট কোহলি, এমনটাই মনে করছেন তার সমর্থকরা। উল্লেখ্য, শেষবার ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে শতরানের ইনিংস খেলেছিলেন কোহলি।
