
ভেঙ্কটাপথী রাজু এক বিবৃতিতে এমনটাই বললেন। তিনি বলেন, কুলদীপ যাদব অনেক তরুণ ক্রিকেটার। ভারতের জন্য অনেক কিছু করার ক্ষমতা তার আছে। তাকে ঠিকঠাক ব্যবহার করা হচ্ছে না। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে কুলদীপ যাদব এর পারফর্মেন্স ছিল দেখার মতো। কিন্তু এখন সে যেন তার স্বাভাবিক চরিত্র থেকে পাল্টে গেছে। শ্রীলঙ্কা সফর তার জন্য সুখময় হতে পারে। শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়াম এর পিচ স্পিন বলের জন্য অত্যন্ত ভালো। যেখানে কুলদীপ যাদব তার আগের ফর্ম ফিরে পেতে পারেন।
এরপর আরব আমিরাতে আইপিএল এর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। UAE এর পিচ সর্বদা শুকনা এবং শক্ত থাকায় স্পিন বোলারের জন্য বন্ধুত্বপূর্ণ থাকে। কুলদীপ যাদব এর জন্য সামনে দুটি আসর খুবই গুরুত্বপূর্ণ। কুলদীপ যাদব যদি তার পুরনো ফর্ম ফিরে পায় তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য তুরুপের তাস হতে পারে। মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের সাথে সাথে যেন কুলদীপ যাদব এর পারফরম্যান্স শিথিল হয়ে পড়েছে।
কুলদীপ যাদব অত্যন্ত তরুণ প্লেয়ার। তাকে বেশি বেশি সুযোগ দিয়ে কাম ব্যাক করানো উচিত। ম্যাচের যেকোনো সময় জ্বলে ওঠে বিরোধী টিমকে ধুলিস্যাৎ করার ক্ষমতা কুলদীপ যাদব এর আছে। তাছাড়া ব্যাট হাতে নিয়েও রান করার ক্ষমতা আছে তার। কুলদীপ যাদব ভারতের হয় হয়ে ৯১ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৭০টি উইকেট সংগ্রহ করেছে। চলতি বছরের ১৭ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে নভেম্বর মাসের ১৪ তারিখে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর হতে চলেছে ওমান ও দুবাই তে।
