Connect with us

Cric Gossip

Lata Mangeshkar: মহেন্দ্র সিং ধোনি যেন অবসর গ্রহণ না করেন, অনুরোধ করেছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর! ভাইরাল সেই টুইট

Advertisement

আজ সকাল ৮:২০ নাগাদ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সুরের জাদুকর লতা মঙ্গেশকর চিরকালই ক্রিকেটের বিরাট বড় ভক্ত ছিলেন। নিয়মিত খেলা দেখতেন সুরের জাদুকরী লতা মঙ্গেশকর। দ্বিতীয়বার মহেন্দ্র সিং ধোনির হাত ধরে বিশ্বকাপ জয়ের পর সাধারণ ক্রিকেটপ্রেমীদের মত আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন লতা মঙ্গেশকর। বেশ কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন ‘সুরের সরস্বতী’ লতা মঙ্গেশকর। আজ মা সরস্বতী বিদায় লগ্নে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করলেন ৯২ বছর বয়সী কিংবদন্তি শিল্পী লতাজি।

তবে এর মধ্যে ক্রিকেটপ্রেমী লতা মঙ্গেশকরের এক টুইট বার্তা রীতিমতো সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে পড়েছে। ২০১৯ সালে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পরাজয়ের পর একাধিক সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটপ্রেমী লতা মঙ্গেশকর এই খবর শোনা মাত্রই মহেন্দ্র সিং ধোনিকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেন, তিনি যেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ না করেন। এ থেকেই সহজে উপলব্ধি করা যায় ক্রিকেটের প্রতি কিংবদন্তি শিল্পীর আকর্ষণ কত বেশি ছিল।

তিনি তার টুইট বার্তায় মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে লিখেছিলেন,”নমস্কার এমএস ধোনিজি। আজকাল আমি শুনছি যে, আপনি নাকি অবসর নিতে পারেন! দয়া করে এমনটা ভাববেন না। দেশের আপনাকে প্রয়োজন। আমি আপনাকে অনুরোধ করব, আপনি মনের মধ্যেও অবসরের ভাবনা আনবেন না।” যদিও ধোনি বিশ্বকাপ সেমিফাইনালের পর আর দেশের জার্সিতে কখনও মাঠে নামেননি। ২০২০ সালের ১৫ অগাস্ট তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে সন্ন্যাস জানান।

Advertisement

#Trending

More in Cric Gossip