
ক্রিকেট জগতে নক্ষত্র পতন। হঠাৎ হৃদযন্ত্র বিকল হয়ে পড়ায় মাত্র ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ক্রিকেট জগতে এমন ঘটনায় রীতিমতো বিস্ময় সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, কিছুদিন পূর্বে তার একমাত্র পুত্রের সাথে ড্রাইভিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি ক্রিকেটার। হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শেষ রক্ষা হল না কিংবদন্তির। সূত্রের খবর, স্পিনের জাদুকর শেন ওয়ার্ন হঠাৎই হূদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে একাধিক মাধ্যমে খবর ছড়িয়েছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন অতিরিক্ত মাত্রায় ধূমপান এবং মদ্যপান করতেন। তার সেই অভ্যাস তার জীবনের সমাপ্তি হয়ে দাঁড়ালো কিনা সে বিষয় নিয়ে ভাবছেন চিকিৎসকরা। তবে হঠাৎ তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার সতীর্থরা। বলতে গেলে ক্রিকেটজগত এখন শোকের অন্ধকারে নিমজ্জিত।
