Connect with us

Cric Gossip

IPL 2022: নতুন অবতারে মহেন্দ্র সিং ধোনি, ড্রাইভার সেজে করলেন নতুন কর্ম জীবনের শুভ সূচনা!!

Advertisement

আইপিএল ২০২২-এর নতুন নিয়ম অনুযায়ী ১০টি দলকে ৫টি করে দলের দু’টি ভার্চুয়াল গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল নিজের গ্রুপের বাকি চারটি দলের বিরুদ্ধে ২টি করে ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপের ১টি দলের বিরুদ্ধে ২টি ম্যাচে মাঠে নামবে। অন্য গ্রুপের বাকি ৪টি দলের বিরুদ্ধে খেলতে হবে ১টি করে ম্যাচ। অর্থাৎ গ্রুপ পর্যায় থেকে সেমিফাইনালে উঠতে গেলে কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে। উল্লেখ্য, ২৬শে মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৯শে মে। গ্রুপ পর্যায় থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট ৭৪টি ম্যাচের আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মধ্যে গ্রুপ পর্যায়ে ম্যাচের সংখ্যা ৭০টি।

ভারতীয় প্রিমিয়ার লিগের মেগা আসর শুরু হতে হাতে সময় আর বেশি নেই, তাই এখন থেকেই প্রোমো ভিডিয়ো প্রকাশ করল ম্যাচ সম্প্রচারকারী চ্যানেল। এই প্রোমোটি স্টার স্পোর্টস নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। ৫ সেকেন্ডের এই ভিডিওতে মহেন্দ্র সিং ধোনিকে একজন ড্রাইভার হিসেবে দেখা যাচ্ছে। ভিডিওতে মহেন্দ্র সিং ধোনি চশমা পড়ে তীর্যক দৃষ্টিতে ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে রয়েছেন। ২০২২ আইপিএল উপলক্ষে প্রোমো ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমত ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।


ভারতীয় প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও আজও সমভাবে সংবাদ শিরোনাম উজ্জ্বল নক্ষত্রের মতো নিজের স্থান ধরে রেখেছে। তাইতো মহেন্দ্র সিং ধোনির ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তার অনুগামীদের মধ্যে আনন্দের জোয়ার ওঠে। আর আইপিএল ২০২২-এর প্রোমো প্রকাশ্যে আসতেই সেই জোয়ারে আরো একবার ভাসলেন মহেন্দ্র সিং ধোনির সর্মথকরা।

Advertisement

#Trending

More in Cric Gossip