Connect with us

Cric Gossip

Virat-Anushka: যেন হুবাহু বাবার মুখ! বিরাট-অনুষ্কার সন্তানের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Advertisement

ভারতীয় ক্রিকেট জগতের কিংবদন্তি বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার কন্যা ভামিকা কোহলির সবে মাত্র এক বছর বয়স পূর্ণ হল। ১১ই জানুয়ারি তাদের কন্যার প্রথম জন্মদিন পালন করেছে বিরুষ্কা জুটি। এরমধ্যে একাধিকবার বিরুষ্কা জুটির কন্যার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলেও কখনো মুখের আকৃতি প্রকাশ করেনি বিরাট-অনুষ্কা। কোনভাবেই যেন তাদের কন্যার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত না হয় সে ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন বিরাট-অনুষ্কা। ভামিকার সুরক্ষার জন্য এই নির্ণয় নিয়েছিলেন কোহলি দম্পতি। তবে সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন সময়ে।

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতীয় দলের জন্য ২৮৮ রানের বিরাট লক্ষ্যমাত্রা স্থির করে দক্ষিণ আফ্রিকা (South Africa)। যথারীতি বিরাট কোহলিকে (Virat Kohli) আবারও দলের ব্যাটিং সামলাতে দেখা গেছে। এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং তাঁর মেয়ে ভামিকাও। গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে যে বিরাট তার পঞ্চাশ পূর্ণ করার সাথে সাথেই ক্যামেরার লেন্সে ধরা পড়েন তার স্ত্রী অনুষ্কা এবং কন্যা ভামিকা (Vamika)। এরপর বিরাটের সেলিব্রেশন ছিল দেখার মতো। যেন অর্ধশতরান তিনি তার মেয়ের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তখন অনুষ্কা তার কন্যা ভামিকাকে বোঝাতে ব্যস্ত ছিলেন যে, পাপা হাফ সেঞ্চুরি করেছেন।

ইতিপূর্বে বিরুষ্কা জুটি সোশ্যাল মিডিয়ায় তাদের কন্যার ছবি প্রকাশ করলেও কখনো মুখের আকৃতি প্রকাশিত হতে দেননি। অতি সাবধানে এবং সতর্কতার সাথে ভামিকা বেড়ে উঠছিল। তবে সমস্ত আয়োজন রীতিমতো ভন্ডুল করেছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। যেখানে ছবি না হলেও কয়েক সেকেন্ডের ছোট ভিডিও ক্যামেরাবন্দি হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অনুষ্কার কোলে যেন ছোট্ট বিরাট বসে রয়েছে। অর্থাৎ বিরাটের কন্যা হুবাহু বিরাটের মুখ পেয়েছে। যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। বিরাটের ঘরে যেন আরেক বিরাটের আগমন।

Advertisement

#Trending

More in Cric Gossip