Connect with us

Cric Gossip

Shastri-Dravid: রবি শাস্ত্রী নাকি রাহুল দ্রাবিড়! কোচ হিসেবে কে সেরা, বললেন শেখর ধাওয়ান

  • by

Advertisement

ভারতীয় দলের প্রধান কোচ কে হবে এ নিয়ে জল্পনা চলছে বহুদিন ধরেই। রবি শাস্ত্রির সাথে বিসিসিআই এর সমস্ত চুক্তি শেষ হয়ে যাবে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। তারপরে নিয়োগ করা হবে ভারতীয় দলের পরবর্তী কোচ। ভারতীয় দলের পরবর্তী কোচ কে হবে এ নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেটমহলে ও। অনেকের মতে রবি শাস্ত্রী কে আবার দায়িত্ব দেওয়া হোক ভারতীয় দলের আবার কেউ কেউ মনে করেন রাহুল দ্রাবিড় কে দায়িত্ব দেওয়া হোক ভারতীয় দলের। যদিও রাহুল দ্রাবিড় ভারতীয় জুনিয়ার টিম এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বেশ কিছু বছর ধরে।

এবার ভারতীয় দলের প্রধান কোচ কে হবে এ নিয়ে মুখ খুললেন শেখর ধাওয়ান। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, কোচ হিসেবে দুজনেই সেরা। রাহুল দ্রাবিড় অনেকটা মিষ্টি ভাষী এবং শান্ত। অন্যদিকে রবি শাস্ত্রী অনেকটা জোর প্রদান করেন দলের উপরে যাতে তারা আরো ভালো পারফরম্যান্স করতে পারে। কোচ হিসেবে দুজনেই দুজনের জায়গা থেকে সেরা। আমি দুজনের অধীনেই খেলেছি এবং দুজনের কাছ থেকেই অনেক কিছু শিখেছি।

উল্লেখ্য, রবি শাস্ত্রী বর্তমানে ভারতীয় সিনিয়র টিমের প্রধান কোচ হিসেবে ইংল্যান্ডে আছেন। সেখানে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে স্বাগতিকদের বিরুদ্ধে। অন্যদিকে রাহুল দ্রাবিড়ের অধীনে ভারতীয় জুনিয়র টিম বর্তমানে শ্রীলঙ্কা সফরে ব্যস্ত। সেখানে শেখর ধাওয়ান এর নেতৃত্বে ভারতীয় জুনিয়র টিম স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করবে। তিনটি একদিনের ম্যাচের প্রথম খেলাটি আজ অনুষ্ঠিত হবে শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকাল ৩ টা।

Advertisement

#Trending

More in Cric Gossip