
উদার মানসিকতার জন্য সর্বদা সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়ে থাকেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ড সফর শেষ করে হোটেলে ফেরার সময় করে ফেললেন আরো একটি বিস্ময়কর কান্ড। বিরাট কোহলির এক অনুগামী হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন বহুক্ষণ ধরে। ব্যানারে লেখা ছিল “আজ আমার জন্মদিন।” টিভির পর্দায় বহুবার সেই ব্যানার ধরা পড়েছিল। দর্শকদের সাথে সাথে বিষয়টি চোখে পড়েছিল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। তাইতো হোটেল রুমে ফেরার সময় উদ্দিষ্ট ভক্তকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি।
হোটেল রুমে ফেরার সময় ওই সমর্থকের উদ্দেশ্যে বিরাট কোহলি বলেন,”happy birthday”। আর বিরাট কোহলির এই কর্মকাণ্ড ক্যামেরাবন্দি হয়েছে। বিরাট কোহলির নিকট থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আপ্লুত হয়েছেন ওই ভক্ত। আর ভক্তের প্রতি বিরাট কোহলির ব্যবহার বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। বিরাট কোহলির নিকট থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে ওই ব্যক্তি নিজের টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন। আর তার পরপরই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা সোশাল মিডিয়ায়।
ইতিপূর্বে সমর্থকদের উদ্দেশ্যে বিরাট কোহলির নানা কর্মকাণ্ড ক্যামেরাবন্দি হয়েছে। খেলার মাঠে যেমন আগ্রাসী মনোভাবের ব্যক্তি তিনি, ঠিক তেমনি খেলার বাইরে যেন অন্য মানসিকতার ব্যক্তি তিনি। যদিও বর্তমানে ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হচ্ছেন তিনি। কিন্তু ক্রিকেটপ্রেমীরা মনে করছেন এই ব্যর্থতা সাময়িক সময়ের জন্য। খুব শীগ্রই তার ব্যাট আগের উদ্যমে জ্বলে উঠবে। উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ শতক এসেছিল তার ব্যাট থেকে। তারপর থেকে আর তেমন লম্বা ইনিংস লক্ষ্য করা যায়নি বিরাট কোহলির কাছ থেকে। যার ফলশ্রুতিতে একাধিকবার সমালোচিত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের অংশহিসেবে থাকবেন বিরাট কোহলি। উক্ত সফর বিরাট কোহলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
Here’s KING VIRAT KOHLI wishing me happy birthday ❤️❤️😭
Your favourite cricketer wishes you on your big day, India wins the match & you feature on TV… Can’t get bigger than this…
I love you Virat. Best human ever..#INDvsNZ #ViratKohli pic.twitter.com/6hmIQgvEtg
— Vinesh Prabhu (@vlp1994) December 6, 2021
