Connect with us

Cric Gossip

পরপর দুটি ক্যাচ মিস করলেন ঋষভ পন্থ, ক্ষুব্ধ ভারতীয় সমর্থক, দেখুন ভিডিও

Advertisement

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পাটা পিচে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করলেও বর্তমানে স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে ব্যাকফুটে টিম ইন্ডিয়া। স্টিভ স্মিথের আক্রমণাত্মক ব্যাটিং ও মার্নাস লাবুশেনের অর্ধশতরানে কিছুটা এগুয়ে অজিরা।

এদিন খেলা শুরুর পর বৃষ্টিতে খেলা বিঘ্নিত হওয়ার আগে সুপারস্টার অসি ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন তরুণ পেসার মহম্মদ সিরাজ। এরপর দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত থাকে।

কিন্তু ম্যাচ পুনরায় শুরু হওয়ার পর  স্কোরবোর্ডেকে সচল রাখেন ওপেনার উইল পুকোভস্কি এবং তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুশানে। রান রেট কমলেও দুজনেই বেশ সেট ছিলেন। এই অবস্থায় উইল পুকোভস্কির পরপর দুটি ক্যাচ মিস করে ভারতীয় দলের মোমেন্টামকে নষ্ট করে দেন ঋষভ পন্থ।

ইনিংসের ২১ নম্বর ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে উইল পুকোভস্কির ক্যাচ মিস করেন ঋষভ পন্থ। ওভারের শেষ বলে পুকোভস্কির দিকে গুড লেংথে বাইরের দিকে বল রাখেন অশ্বিন। পুকোভস্কি টার্নের উদ্দেশ্যে বলটিকে খেলতে যান, কিন্তু বলটি সোজা হয়ে বাইরে কিনারা লাগে। কিন্তু সেই ক্যাচ ধরতে অক্ষম হয় ঋষভ পন্থ। আর সেই ক্যাচ মিস হতে দেখে বেশ বিরক্ত প্রকাশ করেন তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এখানেই শেষ নয়।

এরপর ২৪ নম্বর ওভারে আবারও উইল পুকোভস্কির ক্যাচ মিস করেন ঋষভ পন্থ। ওভারের শেষ বলে পুকোভস্কির উদ্দেশ্যে শর্ট বল দেন সিরাজ, যা তাঁর গ্লাভসে লেগে উপরে উঠে যায়। এরপর পিছনের দিকে দৌড়ে কোনওরকমে সেটিকে ধরার চেষ্টা করেন পন্থ। সেই সময় আম্পায়ার আউট দিলেও বিষয়টি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠায়, সেখানে দেখা যায়, ঋষভ পন্থের গ্লাভস থেকে প্রথমে পড়ে যায় বলটি, আর তারপর দ্বিতীয় প্রয়াসে বলটি ধরতে গিয়ে মাটিতে লেগে যায় তা। যার ফলে সিদ্ধান্ত পরিবর্তন করে পুকোভস্কিকে নট আউট দেন অন ফিল্ড আম্পায়ার। শেষপর্যন্ত ১১০ বলে ৬২ করে অভিষেক হওয়ার নবদীপ সাইনির বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

Advertisement

#Trending

More in Cric Gossip