Connect with us

Cric Gossip

Sachin Tendulkar: ফিতে কেটে যে থানার উদ্বোধন করেছিলেন সেই থানায় বেধড়ক মার খেলেন শচীনের বিখ্যাত ফ্যান সুধীর গৌতম!!

Advertisement

ভারতীয় ক্রিকেটের সুপার ফ্যান বলে পরিচিত সুধীর গৌতম রীতিমতো লজ্জাজনক অভিযোগ করলেন টাউন থানার ডিএসপির কাছে। গত বৃহস্পতিবার একটি দুর্ভাগ্যজনক ঘটনার সম্মুখীন হলেন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের বিখ্যাত ফ্যান সুধীর গৌতম। মুজফফরপুর জেলার টাউন থানা এলাকায় এক পুলিশকর্মী তাঁকে অশ্লীলভাষায় গালিগালাজ এবং মারধর করেন বলে অভিযোগ করেছেন সুধীর গৌতম।

জানা গিয়েছে সুধীর গৌতমের কাকার ছেলে কিষান কুমারকে গত বৃহস্পতিবার টাউন থানার পুলিশ গ্রেপ্তার করে। সন্ধ্যার আগে ভাইপো বাড়ি ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়েন সুধীর গৌতম। পরে খবর নিয়ে জানতে পারেন, টাউন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে ভরে রেখেছে। তবে কি কারণে তাকে গ্রেফতার করা হলো সে বিষয়ে বিশদ জানায়নি পরিবারের সদস্যদের।

বাধ্য হয়ে সুধীর গৌতম থানায় থানায় গিয়ে কিশান কুমারের সাথে সাক্ষাৎ করেন। জানা যায়, তিনি তার এক বন্ধুর জমি কিনতে সাক্ষী দিয়েছিলেন। সেই জমি সংক্রান্ত বিষয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এমন সময় ওই থানায় কর্মরত এক আধিকারিক সুধীর গৌতমকে অভব্য ভাষায় গালিগালাজ করেন। জানা গেছে, সুধীর গৌতমকে লাথি মারা হয়েছে।

এই ঘটনার পরে, ভারতীয় ক্রিকেটের মস্ত ফ্যান সুধীর গৌতম ওই থানায় দায়িত্বরত ডিএসপি রামনরেশ পাসোয়ানকে গোটা বিষয়টি সম্পর্কে জানান এবং একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে DSP গোটা বিষয়ের তদন্ত করে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। সুধীর গৌতম অতি কষ্টের সাথে বলেন,”যে থানার ফিতে কেটে আমি উদ্বোধন করেছিলাম, সেই থানাতেই আমাকে মার খেতে হল!”

Advertisement

#Trending

More in Cric Gossip