
সবেমাত্র ভারতীয় ক্রিকেট দলের সাথী হয়েছেন ভারতীয় প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা ভেঙ্কটেশ আইয়ার। গতবছর আইপিএলের দ্বিতীয় অংশে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের জাতীয় দলের দরজা খুলেছিল ভেঙ্কটেশ আইয়ারের জন্য। এরপর ভারতের হয়ে খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ভারতের এই অলরাউন্ডারকে। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের ওপেনারের দায়িত্ব সামলাচ্ছেন ভেঙ্কটেশ। চলতি আসরে তার ব্যাট থেকে শুরুটা ভালো না হলেও তার কাছে বড় প্রাপ্তি রয়েছে নাইট শিবিরের।
এত কিছুর মধ্যে সম্প্রতি ভেঙ্কটেশ আইয়ারের নতুন জীবনের রহস্য ফাঁস হলো সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, ভারতীয় এই অলরাউন্ডার হাবুডুবু খাচ্ছেন তেলেগু অভিনেত্রীর প্রেমে। সম্প্রতি ইনস্ট্রাগ্রামে তাদের একটি চ্যার্টের স্ক্রীনশট সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই গুঞ্জন উঠেছে তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে। নেটিজেনদের দাবি তেলেগু অভিনেত্রী (Telugu Actor) প্রিয়াঙ্কা জাওয়ালকারের (Priyanka Jawalkar) সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি। তবে সেই প্রেম আর গোপন থাকল কোথায়!সোশ্যাল মিডিয়ার যুগে তাঁর সঙ্গে এই অভিনেত্রীর ‘কিউট চ্যাট’ মুহূর্তে ভাইরাল হয়ে গেল।
View this post on Instagram
আজ তেলেগু অভিনেত্রী প্রিয়াঙ্কার পোস্টে ভেঙ্কটেশের মন্তব্য আসতেই সঙ্গে সঙ্গে জবাব দেন অভিনেত্রীও। তারপর আর কি? নেটিজেনরা তাঁদের ‘কিউট চ্যাট’ উপভোগ করতে শুরু করেন। কিছু ভক্ত আবার একধাপ এগিয়ে লিখেছেন যে মনে হচ্ছে দুজনের মধ্যে কিছু চলছে। আসলে প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতেই কমেন্ট করেছিলেন নাইটদের এই ওপেনার। ভেঙ্কটেশ আইয়ার অভিনেত্রীর ছবিতে লেখেন,”কিউট”। প্রিয়াঙ্কাও থেমে ছিলেন না। তিনি ভেঙ্কটেশের কমেন্টের পাল্টা লিখেছেন, ‘কে? আপনি?’ এরপর স্ক্রিনশট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আপনাদের জানিয়ে রাখি, ২০১৭ সালে অভিনয় জীবন শুরু করেছিলেন তেলেগু অভিনেত্রী প্রিয়াঙ্কা।
