Connect with us

Cric Gossip

বাঁশি বাজিয়ে কিশোর কুমারের গানে বাজিমাত করলেন শিখর ধাওয়ান-পৃথ্বী শ! নিমেষে ভাইরাল ভিডিও

Advertisement

মহামারীর এই কঠিন সময়ে, কঠোর জৈব-সুরক্ষিত পরিবেশে ক্রিকেট খেলা হচ্ছে। শ্রীলঙ্কা শিবিরের কয়েকজন সদস্য কোভিড-19 পজিটিভ হওয়ায় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে সিরিজটি থেকে 18 জুলাই অনুষ্ঠিত হবে। এটি খেলোয়াড়দের আরও বেশি সময় দিয়েছে তাদের ফ্রি সময় কাটানোর।

হোয়াইট-বল সিরিজের জন্য কঠোর প্রশিক্ষণের পাশাপাশি, ভারতীয় দলও সময়কে কিছুটা হালকা করার চেষ্টা করছে। এই দলটির মধ্যে অভিজ্ঞতা ও তরুণদের একটি ভাল মিশ্রণ রয়েছে। শিখর ধাওয়ানের ইনস্টাগ্রামে সম্প্রতি শেয়ার করা একটি ভিডিওতে তাঁকে কিশোর কুমারের আইকনিক “ইয়ে শাম মস্তানী”র সুরে বাঁশি বাজাতে দেখা যাচ্ছে এবং গান গাইছেন পৃথ্বী শ। দিল্লীর ওপেনাররা তাদের অনুরাগী এবং অনুগামীদের কাছে তাদের সংগীত প্রদর্শন করে বিপুল প্ৰশংসা পেয়েছেন।

শিখর ধাওয়ান নিজের সাথে এক অন্যরকমই এনার্জি বহন করেন। মাঠের বাইরে এবং মাঠ উভয়ই তিনি দল ও অনুগামীদের মাতিয়ে রাখতে জানেন। ব্যাটিংয়ের সময় তাঁর অনায়াস খেলা দেখতে বেশ লাগে। উপরি পাওনা গব্বর স্টাইলে ক্যাচ উদযাপন।

Advertisement

#Trending

More in Cric Gossip