
করোনা ভীতিতে ইতিমধ্যে দেশে ফেরার ঘোষণা করেছেন আরসিবির দুই অস্ট্রেলীয় বোলার। আশ্বিন করোনা মোকাবিলায় নিজের পরিবারের পাশে থাকার জন্য বাকি আইপিএল থেকে নিজের নাম সইয়ে নিয়েছে। এবার শোয়েব আখতার করোনা অতিমারিতে আইপিএল চলা নিয়ে মুখ খুললেন। প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার আর্জি জানান যে, বর্তমান পরিস্থিতিতে আইপিএল চালিয়ে যাওয়া একেবারেই অনুচিত। তাঁর আগে অ্যাডাম গিলক্রিস্ট ভারতে আইপিএল চলা নিয়ে একই মন্তব্য করেছিলেন। শোয়েব আরও বলেন জুনে শুরু করার কথা থাকলেও শীঘ্রই বন্ধ করে দেওয়া উচিত পাকিস্তান সুপার লিগ।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন “এত বড় একটা মহামারি চলছে। এর মধ্যে জুন মাসে পাকিস্তান সুপার লিগ শুরু করা একেবারে অনুচিত। ভারতে আইপিএলের জন্যেও সু-সময় নয়। আইপিএল-এর অর্থ সাধারণ মানুষকে দিয়ে সাহায্য করুন। হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক কিনুন। তাতে অনেক জীবন বাঁচবে। ভারত এবং পাকিস্তান দুই দেশেরই মানুষ বাঁচুক সেটাই আমরা চাই। অনেক হতাশা নিয়ে কথাগুলো বলছি। মানুষের জীবন সবকিছুর আগে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য যদি খেলাধুলো বন্ধ রাখার প্রয়োজন হয় তাহলে সেটাই হোক।”
শোয়েব আখতার ও গিলক্রিস্টকে অনেকেই সমর্থন করেছেন। ভারতের এখন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিন লক্ষের উপর। দৈনিক মৃত ২৮১২।
