
ভারতীয় ক্রিকেটে যে সকল ক্রিকেটাররা স্বর্ণযুগ এনেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন সুরেশ রায়না। কিন্তু এক প্রকার সকলকে চমকে দিয়ে গত বছরই নিজের অবসরের কথা ঘোষণা করেন এই তারকা ক্রিকেটার। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি অবসরের কথা ঘোষণা করলেই,তার কিছু সময়ের মধ্যে অবসরের কথা ঘোষণা করেন রায়না। এবার তার সাথেই জুড়ে দিলেন, ‘মহেন্দ্র সিং ধোনি যদি পরের বছর আইপিএল -এ না খেলেন তাহলে আমিও খেলবো না।’ অর্থাৎ, আইপিএল -এর থেকেও অবসর নিতে চলেছেন রায়না। ধোনি-রায়না জুটি এক অনবদ্য জুটি, ঠিক যেমন শচীন-সৌরভ, কোহলি-ডিভিলিয়ার্স।
অবসরের পরে তিনি একটি বই লেখেন, নাম ‘বিলিভ’, অর্থাৎ বিশ্বাস। সুরেশ রায়নার ‘বিলিভ’ আপাতত বেস্টসেলার। দীর্ঘদিনের ক্রিকেট-কেরিয়ারের উত্থান-পতনকে ভারত সুদর্শনের সঙ্গে হাত মিলিয়ে বইয়ের মোড়কে প্রকাশ করেছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান। গত মে মাসের ২৪ তারিখ বইটি প্রকাশ পেয়েছিল।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারতীয় দলের কয়েকজন তরুণ ক্রিকেটারের নাম বলেন, যাঁরা তাঁকে মুগ্ধ করেছেন। অদ্ভুতভাবে সেই লিস্টে তাঁর অত্যন্ত কাছের ঋষভ পন্থের নাম উল্লেখ নেই। কিন্তু কেন?
জবাবে সুরেশ রায়না বলেন যে, ঋষভ পন্থ এখন আর তরুণ না, বরং অভিজ্ঞ খেলোয়াড়দের বিভাগে প্রবেশ করেছে। সে অত্যন্ত ভালো খেলোয়াড় এবং ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা তাঁর মধ্যে গড়ে উঠেছে। তাই তরুণদের পর্যায়ে আর ঋষভকে ফেলা যায় না। তাহলে কারা কারা মুগ্ধ করেছেন রায়নাকে? তিনি দেবদূত পাডিকাল, রুতুরাজ গাইকাওয়াদ, অক্সার প্যাটেল এবং মহম্মদ সিরাজের নাম নাম। তরুণদের পরিণত করার পেছনে তিনি রাহল দ্রাবিড়কে সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছে।
