Connect with us

Cric Gossip

Glenn Maxwell: তামিল ভাষায় ছাপা হলো বিয়ের কার্ড, ভারতীয় সংস্কৃতি মেনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল!!

Advertisement

অবশেষে ভারতীয় বংশোদ্ভূত কন্যার সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এমনকি বিয়েটাও অনুষ্ঠিত হবে সম্পূর্ণ ভারতীয় রীতিনীতি মেনে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ভারতীয় প্রিমিয়ার লিগে এক সফলতম ক্রিকেটার। পাঞ্জাব কিংসের হয়ে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হলেও বিগত মরশুমে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে আসর মাতিয়েছিলেন একাই। ২০২১ আইপিএলে গ্লেন ম্যাক্সওয়েলের পারফরম্যান্স দেখে পুরনো শিবির রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মেগা নিলামের আগেই তাকে দলে রিটার্ন করেছিল। এমনকি এও ধারণা করা হচ্ছে, বিরাট কোহলির অনুপস্থিতিতে ব্যাঙ্গালোর শিবিরের নতুন নেতা হতে পারেন তিনি।

তবে গ্লেন ম্যাক্সওয়েলের বিয়ে নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শিবির। সমস্ত পরিকল্পনায় জল ঢালল গ্লেন ম্যাক্সওয়েলের বিয়ের নির্ধারিত তারিখ। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে চলেছে ২৭শে মার্চ। বাগদান হয়ে গিয়েছিল ২০২০ সালেই। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ভিনি রামনের সঙ্গে। তবে ব্যাঙ্গালোর শিবিরে চিন্তার ভাঁজ অন্য কারণে। গ্লেন ম্যাক্সওয়েল তার পরিণতির দিনটি স্থির করেছেন আইপিএলের প্রথম ম্যাচের দিন। অর্থাৎ ২৭শে মার্চ বিয়ের অনুষ্ঠান হবে মেলবোর্নে। আর এই জন্য চিন্তিত ‘ম্যাড ম্যাক্স’-এর ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ই মার্চ গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রামনের বাগদানও হয়েছিল মেলবোর্নেই। তখনও ভারতীয় রীতি মেনেই বাগদান সেরেছিলেন ম্যাক্সওয়েল জুটি। নীল শেরওয়ানি পড়েছিলেন ম্যাক্সওয়েল। লেহঙ্গা পরিহিত ছিলেন ভিনি। করোনা পরিস্থিতির কারণেই বিয়ের দিন পিছিয়ে দিতে তাঁরা বাধ্য হন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চার হাত এক হতে চলেছে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের বিয়ে নিয়ে এত শোরগোল পড়ার কারণ অবশ্য অন্য। বিয়ের নিমন্ত্রণপত্র তামিল ভাষায় ছাপা হয়েছে, যা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই ভিনি সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি শেয়ার করে আসছেন। ভিনিই যে ম্যাড ম্যাক্সের প্রেমিকা সেটা নিশ্চিত হয় ২০১৯ সালে। অবশেষে ২০২০ সালে তারা চূড়ান্ত নির্ণয় নিয়ে ফেলেন। আর এবার পরিণতি পেতে চলেছেন এই জুটি।

Advertisement

#Trending

More in Cric Gossip