Connect with us

Cric Gossip

Indian cricketer: ভারতীয় এই ৪ ক্রিকেটার, যারা বিবাহিত মহিলাকে বিয়ে করেছেন

Advertisement

কথায় আছে, ‘যুদ্ধ এবং ভালোবাসায় সব কিছুই সঠিক’। আর ভারতীয় ক্রিকেটে যুদ্ধের সাথে সাথে ভালোবাসারও যে সম্পর্ক রয়েছে তার প্রমাণ ইতিপূর্বে বহুবার মিলেছে। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটাররা বিবাহিত মহিলার ভালোবাসায় মজেছেন। বিবাহিত জেনেও দ্বিতীয়বারের জন্য বিয়ে করেছেন। এমনকি ভারতীয় ক্রিকেটার মজেছেন পরকীয়াতে। দেখে নিন এমন ভারতীয় চারজন কিংবদন্তি ক্রিকেটার যারা বিবাহিত মহিলার সাথে গাঁটছড়া বেঁধেছেন-

৪. অনিল কুম্বলে: এই তালিকায় রয়েছেন ভারতীয় কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে যতটা পরিচিতি লাভ করেছিলেন ঠিক ততটাই পরিচিতি লাভ করেছিলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে। কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে ১৯৯৯-এ বিয়ে করেন চেতনাকে। আপাতত দুজন সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন।

৩. মুরালি বিজয়: ভারতীয় ক্রিকেটার মজেছিলেন পরকীয়াতে। সতীর্থের স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক জড়িয়ে পড়েছিলেন মুরালি বিজয়। দীনেশ কার্তিকের স্ত্রী নিকিতা বানজারাকে ভালোবেসে ফেলেছিলেন তিনি। পরে ঘটনাটি জানাজানি হতে দীনেশ কার্তিকের সাথে নিকিতা বানজারার ডিভোর্স হয়। পরে অবশ্য নিকিতা মুরালি বিজয়ের সাথে সাতপাকে বাঁধা পড়েন।

২. মোহাম্মদ সামি: বর্তমান সময়ে ভারতীয় দলের অন্যতম সেরা পেস বোলার মোহাম্মদ সামি ডিভোর্স প্রাপ্ত মহিলাকে বিবাহ করে। হাসিন জাহান নামের বিবাহিত মহিলার সাথে গাঁটছড়া বাঁধার পর বেশ কিছু বছর ভালো ভাবে দাম্পত্য জীবন চলছিল মোহাম্মদ সামির। কিন্তু ২০১৮ সালে দুজনের সম্পর্কের মধ্যে ভাঙন তৈরি হয়। ফলশ্রুতিতে দুজন বর্তমানে আলাদা ভাবে রয়েছেন।

১. শিখর ধাওয়ান: সম্প্রতি সম্পর্কের ভাঙ্গন ধরেছে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানের বৈবাহিক জীবনে।শিখর ধাওয়ান তার থেকে প্রায় ১০ বছরের বড় বাঙালি মেয়ে আয়েশা মুখার্জিকে বিবাহ করেন। তখন আয়েশার একটি কন্যা সন্তানও ছিল। বৈবাহিক জীবনের বেশ কিছু বছর অতিবাহিত করেন শিখর দম্পতি। তাদের দাম্পত্য জীবনে সন্তানও রয়েছে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগের মুহূর্তে সম্পর্কের মধ্যে ভাঙ্গন ধরে এই ক্রিকেটারের। ডিভোর্স না হলেও বর্তমানে দুজন আলাদা ভাবে রয়েছেন।

Advertisement

#Trending

More in Cric Gossip