
অনিশ্চয়তার খেলা ক্রিকেট। রেকর্ড গড়া আর রেকর্ড ভাঙ্গা যেন একটু সময়ের মুহূর্ত। ভারত ক্রিকেট বিশ্বের এক অনন্য শক্তিধর দেশ। রয়েছে দু-দুবার ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতার খেতাব। একের পর এক মহান ক্রিকেটারের জন্ম হয়েছে ভারতবর্ষে। যারা ভারতকে পরিচয় করিয়েছেন বহির্বিশ্বের সাথে। ভারতীয় ক্রিকেটের সাথে যেন বলিউডের একটি আলাদা সম্পর্ক রয়েছে। অনেক ক্রিকেটার বলিউড অভিনেত্রীদের প্রেমে পড়েছেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এমন কয়েকজন ক্রিকেটার হলেন-
১. বিরাট কোহলি: ক্রিকেট নিয়ে কথা হবে আর বিরাট কোহলির নাম আসবে না এমনটা হতেই পারে না। বিরাট কোহলি ২০১৭ সালে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কে বিবাহ করেন। ২০২১ সালের প্রথমদিকে বিরুষ্কা জুটির ঘরে কন্যা সন্তান জন্ম নেয়।
২. যুবরাজ সিং: হাই-হিটার যুবরাজ সিং শেষমেষ ইংলিশ অভিনেত্রী হিজল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি ২০১৬ সালের ডিসেম্বর মাসে দিল্লিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
৩. হরভজন সিং: ভারতীয় ক্রিকেটের অন্যতম স্পিনার হরভজন সিং অক্টোবর ২০১৫ সালে অভিনেত্রী গীতা বসরা বিবাহ করেন। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান আছে।
৪. জাহির খান: ভারতীয় ফাস্ট বোলার জাহির খান ২০১৭ সালের নভেম্বর মাসে অভিনেত্রী সাগরিকা ঘাটগে কে বিয়ে করেন। তাদের দুজনের সম্পর্কের কথা প্রথম জানা যায় ২০১৭ সালের এপ্রিল মাসে।
৫. মোহাম্মদ আজহারউদ্দিন: প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন মোহাম্মদ আজহারউদ্দিন বলিউড অভিনেত্রী সংগীতা বিজলানি সাথে বিয়ে করেন ১৯৯৬ সালে। কিন্তু বিয়ের ১৪ বছর পর ২০১০ সালে তাদের সম্পর্কের ভাঙ্গন ঘটে।
