
ঝুলিতে ৪০৭ রান, হাতে প্রায় ১২০ ওভারের বেশি। এরকম পরিস্থিতি থাকলে যেকোনো দলের কাছে ম্যাচ জয়ের সুযোগটাই বেশি থাকবে। ড্র বা হার খুব কম ক্ষেত্রেই হবে। কিন্তু ভারতের বিরুদ্ধে সিডনিতে তৃতীয় টেস্টে জয়ের কাছে থাকা এই ম্যাচ ড্র করল অজিরা। ড্র প্রধানত হল ভারতীয় ব্যাটম্যাসনদের লড়াকু মনোভাবের জন্য।
এরকম সহজ একটা ম্যাচ এভাবে অস্ট্রেলিয়ার হাত থেকে চলে যাওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। তিনি নিজে ফেলেছেন হনুমা বিহারীর ক্যাচ। এই ড্র একেবারেই মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে টিম পেইন বলেছেন বলেছেন, “আমার মনে হয়েছে আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম ম্যাচ জেতার জন্য। এটা খুবই কঠিন একটি ড্র আমাদের পক্ষে সহ্য করার। আমাদের বোলাররা দারুণ খেলেছে। নাথান লিও ভালো বল করেছে। শুধু আমরা ক্যাচগুলি ধরতে পারিনি।”
যদিও চতুর্থ টেস্টের জন্য মুখিয়ে রয়েছেন পেইন। গত দুই ম্যাচের মত এই ম্যাচে ব্যাটে ব্যর্থ হয়নি অস্ট্রেলিয়া। এই নিয়ে টিম পেইন বলেছেন, “ব্রিসবেনের জন্য মুখিয়ে রয়েছি। আমরা গত দুটি টেস্টে নিজেদের সেরাটা দিতে পারিনি, কিন্তু আমরা এই টেস্টে ব্যাট হাতে ভালো খেলেছি। আমাদের পক্ষে বেশ কিছু পজিটিভ এসেছে, আমাদের বোলাররা প্রচুর সুযোগ তৈরি করেছিল। আজ একটি প্রত্যয়ী প্রয়াস পেয়েছি আমাদের ছেলেদের থেকে, শুধু কিছু জিনিস আমাদের পক্ষে যায়নি।”
এদিকে নবাগত দুই ক্রিকেটার উইল পুকোভস্কি এবং ক্যামেরন গ্রিনের প্রশংসা করেছেন পেইন। এই নিয়ে তিনি বলেছেন, “আমার মনে হয় দলে দুটি তরুণ (উইল পুকোভস্কি এবং ক্যামেরন গ্রিন) টেস্ট ক্রিকেট খেলছে, এটি খুবই বড় ব্যাপার। আর ওরা খুবই ভালো খেলেছে। আমার মনে হয়েছে গতকাল গ্রিন দারুণ খেলেছেন।”
