Connect with us

Cric Gossip

Chris Gayle: ভারত প্রেমের অনন্য নিদর্শন, প্রজাতন্ত্র দিবসের উষ্ণ শুভেচ্ছা জানালেন ‘ইউনিভার্স বস’!!

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির আগুন জ্বলা বক্তব্যে আজ ঘুম ভেঙেছে ভারতবাসীর। ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে সঙ্গতি রেখে ক্রিস গেইল ভারতবর্ষের জন্য উষ্ণ শুভেচ্ছা ভরিয়ে দিলেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্রিস গেইলের জানানো শুভেচ্ছাবার্তা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের সাথে ক্রিস গেইলের যে অন্তরঙ্গ রয়েছে সে কথা কারোর অজানা নয়। ভারতের মাটিতে বারবার এসেছেন ক্রিস গেইল। ইতিপূর্বে তিনি তার বক্তব্যের মাধ্যমে একাধিকবার বুঝিয়েছেন, ভারতের সংস্কৃতি এবং সভ্যতা তার মনে জায়গা করে নিয়েছে।

তাইতো ভারতবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে ভুল করেননি ইউনিভার্স বস। ক্রিস গেইল নিজের দেশের পাশাপাশি ভারত বর্ষ থেকে অঢেল ভালোবাসা পেয়েছেন। ভারতীয় প্রিমিয়ার লিগে বিধ্বংসী ব্যাটিং-এর জন্য ভারতবাসীর কাছে এক অতি পরিচিত নাম ক্রিস গেইল। সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টে তিনি লিখেছেন, “আমি ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাতে চাই। আজ প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত বার্তায় আমার ঘুম ভাঙে, যা ভারতীয় জনগণ এবং ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের পরিচয়বাহক। ইউনিভার্স বসের তরফে অনেক শুভেচ্ছা এবং প্রচুর ভালবাসা।”

৪২ বছর ঊর্ধ্ব ক্রিস গেইল ভারতীয় প্রিমিয়ার লিগের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তবে চলতি বছর মেগা নিলামে নাম তোলেননি বিশ্ব কাঁপানো এই ব্যাটসম্যান। অর্থাৎ ধারণা করা হচ্ছে, ক্রিকেট জগতকে পুরোপুরিভাবে বিদায় জানাতে চলেছেন তিনি। হয় তো বা আর কখনো আইপিএলের আসরে দেখা যাবে না এই ক্রিকেট দানবকে। তবে আইপিএলের বিশ্বখ্যাতি অর্জনের পেছনে কিংবদন্তি এই ক্রিকেটারের ভূমিকা ছিল অনন্য।

Advertisement

#Trending

More in Cric Gossip