Connect with us

Cric Gossip

বাবা হচ্ছেন বিরাট কোহলি, জানালেন তার প্রথম অনুভূতি

Advertisement

নতুন বছরেই বাবা হচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর তার জন্য প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছেন। এখন অপেক্ষা কবে বিরাট ও অনুষ্কার ঘর আলো করে ফুটফটে এক সন্তান আসে। বিরাট তার বাবা হওয়ার খবর জানানোর পর থেকেই দেশবাসী থেকে শুরু করে বিরাটের ভক্ত সবাই খুব খুশি।

ভারত অধিনায়ক কোহলি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার খবর পাওয়ার পর নিজের প্রথম প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। বিরাট বলেছেন, “যে কোনো মানুষের কাছে তাঁর প্রথমবার সন্তানও হওয়া বিশেষ মুহূর্ত। প্রথমবার যখন খবরটা শুনলাম, কিছুক্ষণ কোনও কথা বলত পারিনি। তার পর মনে হচ্ছিল, আমি আর অনুষ্কা যেন চাঁদের উপরে রয়েছি।”

এখনই শেষ নয়। বিরাট আরও যোগ করছেন এর সঙ্গে, “আসলে আমি সেই সময়ে আবেগে ভেসে গিয়েছিলাম। আমি ও অনুষ্কা কিছুটা সময়ের জন্য খুবই আবগপ্রবণ হয়ে পড়ি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছি ও পাচ্ছি। সবাইকে ধন্যবাদ।”

Advertisement

#Trending

More in Cric Gossip