
ভারতীয় ক্রিকেটে ফের একবার খুশির বার্তা। পুত্র সন্তানের পিতা হলেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। মঙ্গলবার গভীর রাত্রে এই খবর প্রকাশ করেছেন তিনি নিজেই। তিনি টুইট বার্তায় লেখেন, ‘আমার সমস্ত ফ্যান, পরিবার ও বন্ধুদের সাথে এই খবর ভাগ করে নিতে পেরে খুবই আনন্দিত হচ্ছি যে, আমাদের ছেলে হয়েছে। ভগবানকে ধন্যবান জানাই, তিনি আমাদের এই বিশাল খুশি উপহার দিয়েছেন। আর আমাদের এই সদ্যজাত সন্তানকে পৃথিবীতে স্বাগত জানানোর জন্য আমরা সকলের থেকে ব্যক্তিগত গোপনীয়তা আশা করছি। হেজেল ও যুবরাজের পক্ষ থেকে সকলের জন্য অনেক অনেক ভালোবাসা।’
উল্লেখ্য, বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ২০১৫ সালের ১২ই নভেম্বর বাগদান সেরেছিলেন হেজেলের সঙ্গে। যদিও সেই বছর বিবাহ না হলেও এক বছর পরে তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। ২০১৬ সালের ৩০শে নভেম্বর একটি বিলাসবহুল হোটেলে সাত পাকে বাঁধা পড়েছিলেন যুবরাজ সিং এবং হেজেল কিচ। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত সংবাদ শিরোনামে থেকেছেন ভারতীয় ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্র জুটি। ক্রিকেটের প্রাঙ্গণে প্রত্যাবর্তন করতে না পারলেও নিজের কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়া আজও গরম করে রেখেছেন যুবরাজ সিং।
যুবরাজের পরিবারে নতুন সদস্যের আগমনে রীতিমতো উৎসবের মেজাজ সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেটে। একের পর এক ক্রিকেটার এবং যুবরাজের সর্মথকরা অভিনন্দন বার্তা দিয়ে ভরিয়ে দিচ্ছেন যুবরাজ সিংয়ের টাইমলাইন। ২০১১ বিশ্বকাপে ভারতকে বিশ্বকাপ জয়ের আনন্দ দিতে যুবরাজ সিংয়ের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তারপর দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ক্রিকেট জগতকে বিদায় জানাতে হয়েছিল কিংবদন্তি ক্রিকেটারকে। তবে বর্তমানে সস্ত্রীক যুবরাজ সিং-এর পরিবার অঢেল আনন্দ বার্তা নিয়ে এসেছে তাদের সদ্যজাত পুত্র।
