Connect with us

Cricket News

Rohit Sharma: অধিনায়ক হিসেবে শতভাগ সফল, ব্যাটসম্যান হিসেবে একাধিক ব্যর্থতার রেকর্ড গড়লেন রোহিত শর্মা!!

Advertisement

সম্প্রতি ভারতীয় ক্রিকেটের তিন ফরম্যাটেই নেতা হয়েছেন রোহিত শর্মা। সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর বাকি দুটি ফরম্যাটেও তার নিকট থেকে নেতৃত্ব ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাছাড়া বিগত দুই বছরেরও বেশি সময় ধরে বিরাট কোহলির ব্যাট থেকে লম্বা ইনিংস না থাকায় ধৈর্য হারা হচ্ছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেই জন্য ক্রিকেটপ্রেমীরা ভারতীয় ক্রিকেটে এই পরিবর্তন দেখতে চাইছিলেন।

তবে এবার অধিনায়কত্ব ঘাড়ে নিয়ে ব্যর্থ হওয়া শুরু হল রোহিত শর্মার ক্যারিয়ার। শ্রীলংকার পূর্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও টানা ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অনবদ্য ৪০ রানের ইনিংস খেললেও শেষ দুটি ম্যাচে দলের জন্য ব্যাট হাতে তার ভূমিকা ছিল নগণ্য। সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ১৯ রান করে সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা। শেষ ম্যাচে অবশ্য ব্যর্থতার পরিমাণ অনেকটাই বেশি। ১৫ বল মোকাবেলা করে দলের জন্য সংগ্রহ করেছিলেন মাত্র ৭ রান।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যর্থতার পর এবার শ্রীলঙ্কা সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন রোহিত শর্মা। শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তার ব্যাট থেকে ৪৪ রানের ইনিংস এলেও শেষ দুটি ম্যাচে ব্যাট হাতে তার সংগ্রহ ১ এবং ৫। বলতে গেলে অফফর্মে থাকা বিরাট কোহলির দুঃসময়ে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার চেয়ে ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। অধিনায়কের বোঝা ঘাড়ে পড়তেই বিধ্বংসী ক্রিকেটার রোহিত শর্মার ব্যাট হয়ে গেল নিশ্চুপ।

ধারাবাহিকভাবে রোহিত শর্মার ব্যর্থ ইনিংসে একাধিক প্রশ্নের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অধিনায়ক ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি কি সত্যিই ব্যর্থ ছিলেন? অধিনায়কের বোঝা ঘাড়ে চাপিয়ে রোহিত শর্মার ক্যারিয়ার অন্ধকার করলো কি বিসিসিআই? দুটি সিরিজে রোহিত শর্মার ব্যর্থ ইনিংস সেই গল্প স্পষ্ট করছে।

Advertisement

#Trending

More in Cricket News