
ক্রিকেট জগতের এক বিস্ময়কর নাম এবি ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে দ্রুততম শতরানের ইনিংস খেলার রেকর্ড রয়েছে তার নামে। ২০১৫ সালের ১৮ই জানুয়ারি এই রেকর্ডটি করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। সাত বছর সময় অতিবাহিত হয়েছে, কিন্তু আজও অক্ষুন্ন রয়েছে এবি ডি ভিলিয়ার্সের আগুন ঝরানো ইনিংস। ১৬টি ছয় এবং ৯টি চার দিয়ে সাজানো ছিল ডিভিলিয়ার্সের ইনিংস। ঘরের মাটিতে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। যে রেকর্ড ভাঙ্গা সত্যিই প্রায় অসম্ভব।
এর আগে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত শতরান করার রেকর্ড ছিল কোরি অ্যান্ডারসনের নামে। তিনি পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির ৩৭ বলে শতরান করার রেকর্ড ভেঙে ৩৬ বলে শতরান করার গৌরব অর্জন করেন। পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রীদি ১৯৯৬ সালে ৩৭ বলে একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুততম শতক করেছিলেন। যে রেকর্ডটি প্রায় ২০ বছর অক্ষুন্ন ছিল। কোরি অ্যান্ডারসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৪ সালে শহীদ আফ্রিদির রেকর্ড ভাঙেন।
ওয়েস্ট ইন্ডিজ দল ২০১৫ সালে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সফর করে। সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে এই দুর্দান্ত পারফরম্যান্সটি করেছিলেন মিস্টার ৩৬০⁰। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৩৯ রান তুলেছিল। এবি তার মধ্যে মাত্র ৪৪ বল খেলে ১৪৯ রান করেন, যার মধ্যে ১৬ টি ছক্কা এবং ৯ টি চারও সামিল ছিল। বলতে গেলে ৪৪ বলের মধ্যে ২৫টি বলে তিনি মোট ১৩২ রান করেন।
এছাড়া এবি ডি ভিলিয়ার্সের সাথে অপরাজিত ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন তৎকালীন ওপেনিং ব্যাটসম্যান হাসিম আমলা। তাছাড়া ওপেনিং ব্যাটসম্যান রিলে রোসোও সেই ম্যাচে ১২৮ রান করেন। অর্থাৎ আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে প্রত্যেক ব্যাটসম্যান শতরানের ইনিংস খেলেছিলেন ২০১৫ সালের আজকের দিনে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করেছিল।
