
বিগ ব্যাশ লিগে আগুন ঝরানো ব্যাটিং করলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বিগ ব্যাশ লিগের ইতিহাসে একমাত্র তার ব্যাট থেকে দেখা গেল এই বিস্ময়কর ইনিংস। করোনা জয় করে সবেমাত্র মাঠে ফিরেছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আর মাঠে ফিরেই দর্শকের মন জয় করলেন একাই। বলতে গেলে আজকের ম্যাচে তার একার ইনিংস বিরোধী দলের জন্য যথেষ্ট তারগেট হয়ে দাঁড়ায়।
আজ বিগ ব্যাশ লিগের ৫৬ তম ম্যাচে মেলবোর্ন স্টার্স বনাম হোবার্ট হারিকেনস মুখোমুখি হয়েছিল। যেখানে হোবার্ট হারিকেনস টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। হোবার্ট হারিকেনসের আহবানে প্রথমে ব্যাটিং করতে নামে মেলবোর্ন স্টার্সের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। ইতিপূর্বে, করোনা রিপোর্ট পজিটিভ আসার পরে ম্যাক্সওয়েলকে নিভৃতবাসে রাখা হয়েছিল। যেখানে একাধিক দিন ধরে চলেছিল পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। জানা গিয়েছিল গ্লেন ম্যাক্সওয়েল সহ তাদের দলের মোট ১৩ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।
তবে করোনা জয় করে বিধ্বংসী মূর্তি ধারণ করলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। আজ ব্যাট হাতে মাঠে নেমে অগণিত ছক্কা-চারের মাধ্যমে এক বিধ্বংসী ইনিংস উপহার দেন নিজের দলের জন্য। মাত্র ৪১ বল খেলে ব্যক্তিগত শতরান করেন তিনি। তাছাড়া ৬৪ বলে অপরাজিত ১৫৪ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন গ্লেন ম্যাক্সওয়েল।
তার লম্বা ইনিংসের উপর ভর করে মেলবোর্ন স্টার্স নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে মাত্র দুই উইকেট হারিয়ে ২৭৩ রানের বিশাল স্কোর করতে সক্ষম হয়। যা বিগ ব্যাশ লিগ ইতিহাসে সর্বোচ্চ স্কোর। ২৭৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে হোবার্ট হারিকেনস নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ১৬৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে ১০৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় গ্লেন ম্যাক্সওয়েলের মেলবোর্ন স্টার্স।
