
গতকাল ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। হঠাৎ তার এই ঘোষণায় রীতিমতো বড়োসড়ো পরিবর্তন এনেছে ভারতীয় দলে। ইতিপূর্বে টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটের নেতৃত্ব গিয়েছে রোহিত শর্মার হাতে। তবে এবার টেস্ট ক্রিকেটের নেতা হবেন কে? বিরাটের অনুপস্থিতিতে যোগ্য অধিনায়ক খুঁজতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট কোহলির বদলে আগামী দিনে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্ব দিতে দেখা যেতে পারে এই তিন ক্রিকেটারের একজনকে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দেখে নিন তালিকায় কারা রয়েছে-
৩. রোহিত শর্মা: যদিও টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা নেতা হতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। বর্তমানে রোহিত শর্মার ৩৪ বছর বয়স। সাধারণত ক্রিকেটাররা এই বয়সে এসে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করতে থাকেন। তাছাড়া ইতিমধ্যে টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটের নেতৃত্ব গিয়েছে তার হাতে। তাছাড়া ভারতীয় প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব রয়েছে তার কাঁধে। তাই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন বিরাটের অনুপস্থিতিতে রোহিত শর্মার নেতা হওয়ার সুযোগ খুবই কম।
২. ঋষভ পন্থ: ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের নাম উঠে এসেছে বিভিন্ন মাধ্যমে। ইতিপূর্বে তিনি ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিয়েছেন। তাছাড়া টেস্ট ক্রিকেটে একমাত্র ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে শতরান করার গৌরব অর্জন করেছেন। ২৪ বছর বয়স্ক ঋষভ পন্থ ভারতীয় দলের জন্য এক বিরাট সম্ভাবনা বলে মনে করছেন সুনীল গাভাস্কার সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার। ভবিষ্যতে ভারতীয় দলের নেতাজি তিনিই হবেন তাতে কোন সন্দেহ নেই।
১. কে এল রাহুল: বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল। বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন ডানহাতি এই ওপেনার। ইতিমধ্যে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে রোহিত শর্মার ডেপুটি হয়েছেন তিনি। তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট কোহলি ডেপুটি হিসেবে কাজ করেছেন কে এল রাহুল। ভারতীয় প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের নেতৃত্ব দিয়েছেন একাধিক আসরে। তাই অভিজ্ঞতা এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে এই প্রতিযোগিতায় তিনিই সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা।
