
আসন্ন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসব লেগেছে। ২০ ওভারের যুদ্ধে বিজয়ী হবে কোন দল? মরুভূমির দেশ হবে টি-টোয়েন্টি খেলার আসর। চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের অন্যতম দাবিদার হলো টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট প্রেমীরা চায় বিরাট কোহলির হাত দিয়েই আসুক ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। ভারতীয় টিমের মিডল অর্ডার নিয়ে বরাবরই সমস্যা থেকে গেছে। ৪ নম্বর পজিশনে ব্যাটিং করবে এমন কোন ক্রিকেটারকে প্রস্তুত করা যাচ্ছেনা ভারতীয় টিমে। ৪ নম্বর পজিশনে কে খেলবে এনিয়ে বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
ভারতের প্রাক্তন ব্যাটসম্যান এবং বর্তমানে ধারাভাষ্যকার আকাশ চোপড়া ভারতীয় টিম বিশ্লেষণে এই কথা বলেন। তিনি বলেন, বর্তমানে ভারতীয় টিমের ৪ নম্বর পজিশনে কেউই ভালো করতে পারছেনা। রোহিত শর্মা এবং কে এল রাহুল ওপেনিং জুটিতে দুর্দান্ত খেলা করছে। তিন নম্বরে ব্যাটিং করতে নামছেন ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি। ৫ এবং ৬ নম্বরে যথাক্রমে ভালো খেলছেন রিশাব পান্ত এবং হার্দিক পান্ডিয়া। কিন্তু ভারতীয় টিমের চতুর্থ প্লেয়ার কে হবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
তিনি বলেন, চতুর্থ ব্যাটসম্যান দৌড়ে এগিয়ে আছেন শ্রেয়াস আইয়ার এবং সূর্য কুমার যাদব। গত সিজনে শ্রেয়াস আইয়ার এর দুর্দান্ত পারফরম্যান্স সবার চোখ কেড়েছে। দুর্দান্ত ব্যাটিং এর সাথে সাথে করেছেন ভালো অধিনায়কত্ব। কিন্তু বিগত ছয় মাসের রেকর্ড দেখলে দেখা যায় সূর্য কুমার যাদবও খুব একটা পিছিয়ে নেই এই দৌড়ে। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০২১ আইপিএলে ঝড়ের গতিতে রান করেছেন। তাই ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ক্রিকেটার কে হবে সেটি সময়ের অপেক্ষা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডই সিদ্ধান্ত নেবে ভারতের জাতীয় দলের চতুর্থ প্লেয়ার হিসেবে কে খেলবে।
