Connect with us

Cricket News

Most run in ODI: ৫ ক্রিকেটার, যারা একদিনের ম্যাচের রেকর্ড সংখ্যক রান করেছেন! তালিকায় ৩ শ্রীলংকান ব্যাটসম্যান

Advertisement

ক্রিকেটের জনপ্রিয়তা বর্তমানে বিশ্বব্যাপী। দিন দিন এর জনপ্রিয়তা আরো বেড়ে চলেছে। এর জনপ্রিয়তার উপর লক্ষ্য রেখে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা ক্রিকেটের বিভিন্ন ফরমেট প্রচলন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে টেস্ট ক্রিকেট দিয়ে ক্রিকেটের গোড়াপত্তন হলেও বর্তমানে ওডিআই এবং টি-টোয়েন্টি ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মন আকর্ষণ করেছে। ওডিআই ক্রিকেটে এখনো পর্যন্ত সর্বাধিক রান সংগ্রহকারী পাঁচ ক্রিকেটার কারা! চলুন জেনে নেওয়া যাক-

৫. মাহেলা জয়াবর্ধনে: এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেট ইতিহাসে একাধিক রেকর্ড নিজের নামে করেছেন এই বিধ্বংসী ক্রিকেটার। তিনি একদিনের ক্রিকেটে ৪১৮ ইনিংস ব্যাটিং করে ১৯ শতক এবং ৭৭ অর্ধশত রান সহ মোট ১২,৬৫০ রান সংগ্রহ করেছেন।

৪. সানাথ জয়সুরিয়া: এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলংকান সাবেক অধিনায়ক সানাথ জয়সুরিয়া। বিধ্বংসী এই ব্যাটসম্যান ৪৩৩ ইনিংস ব্যাটিং করে ২৮ সেঞ্চুরিসহ ৬৮ অর্ধশত রান করেছেন। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে তার রানের পরিমাণ ১৩,৪৩০।

৩. রিকি পন্টিং: এই তালিকার তৃতীয় স্থান দখল করে রয়েছেন অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল অধিনায়ক রিকি পন্টিং। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে তাঁর সাফল্য চোখে পড়ার মতো। তবে ব্যাট হাতেও অসাধারণ পারফরম্যান্স করেছেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। আন্তর্জাতিক একদিনের ম্যাচে ৩৬৫ ইনিংসে ৩০ সেঞ্চুরিসহ ৮২ অর্ধশত রানের ইনিংস রয়েছে তার। আন্তর্জাতিক একদিনের ম্যাচে তার সংগ্রহে ১৩,৭০৪ রান রয়েছে।

২. কুমার সাঙ্গাকারা: এই তালিকার দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে আরেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে মোট ১৪,২৩৪ রান করেছেন। ৩৮০ ইনিংসে ২৫ শতকসহ ৯৩ অর্ধশতক রয়েছে তার নামে।

১. শচীন টেন্ডুলকার: এই তালিকার শীর্ষ স্থান অধিকার করে রয়েছে ভারতীয় ‘মাস্টার ব্লাস্টার’ সচিন টেন্ডুলকার। একদিনের ক্রিকেটে সবচেয়ে সফলতম ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের নামে ৪৯ সেঞ্চুরিসহ ৯৬ অর্ধশত রানের ইনিংস রয়েছে। তিনি আন্তর্জাতিক ওডিআই ম্যাচে ৪৫২ ইনিংস ব্যাটিং করে ১৮,৪২৬ রান সংগ্রহ করেছেন।

Advertisement

#Trending

More in Cricket News