Connect with us

Cricket News

International cricket: ৫ বিধ্বংসী ক্রিকেটার, যারা ভারতের বিপক্ষে ওডিআই ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি করেছেন

Advertisement

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় খেলা। এর জনপ্রিয়তার দিকে লক্ষ্য রেখে বর্তমানে বিশ্ব ক্রিকেট সংস্থা একাধিক ফরম্যাটে ক্রিকেটের আসরের আয়োজন করে থাকে। আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে ভারত অন্যতম শক্তিশালী দল। ইতিমধ্যে ভারত ওডিআই ক্রিকেটে দুবার বিশ্বকাপ ঘরে তুলেছে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হলো ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেটে একের পর এক বিশ্ব বিখ্যাত ক্রিকেটারের আবির্ভাব হয়েছে। সম্ভবত ক্রিকেটের এমন কোন শাখা নেই যেখানে ভারতীয় ক্রিকেটারদের হস্তক্ষেপ পৌঁছায়নি। শক্তিশালী দল ভারতের বিপক্ষে সর্বাধিক শতরানের ইনিংস খেলেছেন এমন ৫ জন ক্রিকেটার সম্পর্কে জেনে নেওয়া যাক-

৫. কুমার সাঙ্গাকারা: শ্রীলংকার সবচেয়ে সফল উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা একটি বিশ্বকাপে চারটি শতরানের ইনিংস খেলে ক্রিকেট বিশ্বে বিস্ময়কর রেকর্ড গড়েছিলেন। তাছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে রানের পাহাড় গড়েছিলেন তিনি। কুমার সাঙ্গাকারা ভারতের বিপক্ষে একদিনের ম্যাচে ছটি শতরানের ইনিংস খেলেছেন।

৪. রিকি পন্টিং: অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল অধিনায়ক রিকি পন্টিং ভারতের বিপক্ষে সর্বদা বিধ্বংসী ব্যাটিং করতে। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১টি শত রান করে শচীন টেন্ডুলকারের পরে অবস্থান তার। তিনি একদিনের ম্যাচে ভারতের বিপক্ষে ছটি শতরানের ইনিংস খেলেছেন।

৩. এবি ডি ভিলিয়ার্স: রক্ষণাত্মক ব্যাটিংয়ের জন্য ক্রিকেট বিশ্বে নিজের পরিচিতি স্থাপন করেছিলেন সদ্য-প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। ভারতের বিপক্ষে ভারতের মাটিতে সর্বদা রানের ফুলঝুড়ি ঝরেছে তার ব্যাট থেকে। ভারতের বিপক্ষে একদিনের ম্যাচে তার ব্যাট থেকেও এসেছে ছটি শতরানের ইনিংস।

২. কুইন্টন ডি কক: ভারতের বিপক্ষে ৬৫ ঊর্ধ্ব গড়ে ব্যাটিং করে রীতিমতো নজর কেড়েছেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। সম্প্রতি ভারতের বিপক্ষে ১২৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন প্রোটিয়া এই ওপেনার। ভারতের বিপক্ষে একদিনের ক্রিকেটে ইতিমধ্যে ৬টি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি।

১. সানাথ জয়সুরিয়া: শ্রীলংকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সানাথ জয়সুরিয়া ভারতের বিপক্ষে একদিনের ক্রিকেটে সর্বাধিক শতরান করার রেকর্ড নিজের নামে করে রেখেছেন। তিনি ভারতের বিরুদ্ধে ৭টি সেঞ্চুরি করেছেন। কিংবদন্তি এই ক্রিকেটার দেশের চেয়ে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলতে ভালোবাসতেন। তাছাড়া দেশের চেয়ে ভারতের মাটিতে তার ব্যাটিং এভারেজ অনেকটাই বেশি।

Advertisement

#Trending

More in Cricket News