
দীর্ঘ ৯ বছর পর ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে থেকে বিশ্বকাপের যাত্রা শেষ করেছে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারতীয় দলের পারফরম্যান্স দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করেছিলেন। কিন্তু সমস্ত আশায় জল ঢেলে দিয়ে গ্রুপ পর্যায়ে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ করেছে ভারত। আগামী ২০২২ অস্ট্রেলিয়া বিশ্বকাপ ভারতের জন্য আলাদা চ্যালেঞ্জ হয়ে রইল। আসন্ন বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জন্য ভারতীয় এই ৫ জন ক্রিকেটার দলে সুযোগ পেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক-
১. বরুণ চক্রবর্তী: ভারতীয় প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে পর পর দুই মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় দল নির্বাচকদের চোখে এসেছিলেন বরুণ চক্রবর্তী। তাকে নিয়ে ভারতীয় দল নির্বাচকরা টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বিনিময় তার কাছে হতাশা ছাড়া আর কিছুই জোটেনি ভারতীয় ক্রিকেটের জন্য।
২. ঈশান কিশান: শেখর ধাওয়ানের মত ইনফর্ম ওপেনিং ব্যাটসম্যানকে বসিয়ে রেখে তরুণদের দিকে ঝুঁকে ছিল ভারতীয় দল। আর তার জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন ঈশান কিশান। টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনিং করার সুযোগ জুটেছিল তার। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পুরোপুরিভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি।
৩. হার্দিক পান্ডিয়া: এই তালিকায় সবার প্রথমে নাম আসতে পারে হার্দিক পান্ডিয়ার। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। তাছাড়া বল হাতে ষষ্ঠ বোলারের ভূমিকাও পালন করতে দেখা যায়নি তাকে। সে ক্ষেত্রে ভারতীয় ধরে তার প্রয়োজন দিন দিন কমে আসতে চলেছে।
৪. ভুবনেশ্বর কুমার: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার মধ্য দিয়ে কাটিয়েছেন ভুবনেশ্বর কুমার। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে বল হতে দলের জন্য কোনো ভূমিকা রাখতে পারেননি তিনি। সেই কারণে ফর্মে না ফেরা অব্দি ভারতীয় দলে তার স্থান নিয়ে ইতিমধ্যে টানা হেচরা শুরু হয়ে গেছে।
৫. রহুল চাহার: এই তালিকায় নাম উঠতে পারে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া স্পিনার রাহুল চাহারের। বিশ্বকাপে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েও উইকেটশূন্য হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন রহুল চাহার। তাই আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতের জন্য তার গুরুত্ব কম হতে পারে।
