
ভারতীয় ক্রিকেটের ইতিহাস বেশ পুরনো। যুগে যুগে ভারতীয় ক্রিকেটে এসেছেন একের পর এক তারকা ক্রিকেটার। যারা ভারতের হয়ে করে গেছেন অনবদ্য সব রেকর্ড। ভারতীয় ক্রিকেটের জুনিয়র দল বর্তমানে শ্রীলঙ্কা সফরে আছে। সেখানে শেখর ধাওয়ান এর নেতৃত্বে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তিনটি ওডিআই ম্যাচের প্রথম দুটিতে জয়লাভ করে ইতিমধ্যেই ভারত সিরিজ নিজের নামে করে নিয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচটি আজ শ্রীলংকার আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সিরিজের প্রথম ম্যাচে ভারত শ্রীলংকা কে সাত উইকেটে পরাজিত করে। প্রায় ১৫ ওভার হাতে থাকতে ভারত দলের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ২৭৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ভারতের সংগ্রহ যখন ১৯৩ রান একে একে আউট হয় সাজঘরে ফিরে যান সাতজন ব্যাটসম্যান। তারপর দলের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন দীপক চাহার এবং ভুবনেশ্বর কুমার। ৫ বল হাতে থাকতেই দলের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন তারা। আজ সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এর জন্য পরিবর্তন করা হয়েছে টিমের একাধিক সদস্যকে।
ভারতীয় দলে ১৯৮০ সালের পর এই প্রথমবার পাঁচজন ক্রিকেটার একসাথে আন্তর্জাতিক আঙ্গিনায় পদার্পণ করতে চলেছেন। অভিষেক ম্যাচে অংশগ্রহণ করতে চলেছেন ভারতীয় দলের এই পাঁচ তরুণ ক্রিকেটার। সঞ্জু স্যামসন (WK), নীতীশ রানা, কৃষ্ণপ্পা গৌতম, রাহুল চাহার, চেতন সাকারিয়া। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও আজ প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করতে চলেছেন এই ৫ জন নব ক্রিকেটার।
